Advertisment

লোক ঠকানোয় 'কালীঘাটের কাকু' ঘোল খাওয়াবেন 'দুঁদে' প্রতারকদেরও

কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
ed is going to ceize assets of kalighater kaku alias sujay krishna bhadra

সুজয়কৃষ্ণ ভদ্র।

রাজ্যে নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অন্যতম বড় মাথা বলে শুরু থেকেই দাবি করে আসছে সিবিআই ও ইডি। সময় যত গড়াচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থার সেই দাবি ততই যেন জোরালো হচ্ছে। দুর্নীতি ঢাকতে অর্থাৎ কালো টাকা সাদা করতে কার্যত যা ইচ্ছে তাই করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। সম্প্রতি ইডি কালীঘাটের কাকুর নামে যে চার্জশিট জমা দিয়েছে তাতে চর্চা আরও বেড়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রের পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এবার সেই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisment

কালীঘাটের কাকুর নামে যে চার্জশিট সম্প্রতি ইডি জমা দিয়েছে, তাতে এখনও পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের ১১টি সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে রয়েছে একধিক ফ্ল্যাট ও জমি। ইডির দাবি, কালীঘাটের কাকু ও তাঁর নিয়ন্ত্রনাধীন সংস্থার নামে রয়েছে ওই সব সম্পত্তি।

আরও পড়ুন- কালীঘাটের কাকুর ‘গুণ’-এর শেষ নেই! দুর্নীতি ঢাকতে ‘যা ইচ্ছে’ তাই করেছেন!

এমনকী তাঁর প্রয়াত স্ত্রীর নামেও পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। দুর্নীতির কালো টাকা দিয়েই নিজের নিয়ন্ত্রনাধীন ওয়েল্থ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং মেসার্স আর্কাইভ কনসালটেন্সি নামে দুই সংস্থার নামে সম্পত্তি করেছিলেন কালীঘাটের কাকু।

আরও পড়ুন- Bengal Weather Update: ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট!

মেয়ে-জামাইকে কোটি কোটি টাকা দিয়ে দক্ষিণ শহর কলকাতার অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কালীঘাটের কাকু। ইডি সূত্রের দাবি, ফ্ল্যাটটির মূল্য আড়াই কোটি টাকা দেখানো হয়েছে। যদিও দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় ওই ফ্ল্যাটের বর্তমান বাজারদর ৭ কোটি টাকা ও তারও বেশি হতে পারে বলে দাবি ইডি সূত্রের।

ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার ওই ফ্ল্যাটটি নিয়ে কালীঘাটের কাকুর জামাইকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শ্বশুর সুজয়কৃষ্ণ ভদ্রই ওই ফ্ল্যাটটি কিনে দিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

West Bengal WB SSC Scam cbi ED Sujaykrishna Bhadra kalighater kaku Recruitment Scam
Advertisment