এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিকের উপর কড়া নজরদারি ইডির। হাসপাতালে তাঁর সঙ্গে কারা কারা দেখা করতে আসছেন, সেব্যাপারে বিস্তারিত তথ্য নিজেদের কাছে রাখতে চায় কেন্দ্রীয় সংস্থা। আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের অনুমতি নিয়েই এসএসকেএম হাসপাাতলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে গ্রেফতারের পর থেকেই দফায় দফায় অসুস্থতা বাড়তে থাকে তাঁর। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তাঁর স্নায়ুরোগজনিত সমস্যা রয়েছে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তাই তাঁর সঙ্গে হাসপাতালে কারা দেখা করতে আসছেন, সেব্যাপারে বিস্তারিতভাবে তথ্য হাতে রাখা প্রয়োজন।
আরও পড়ুন- বইমেলার উদ্বোধনে মঞ্চ আলো করে বসে তিন মন্ত্রী! খাঁ খাঁ করছে মেলার মাঠ!
হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে যাতে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো যায় সেব্যাপারে আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। আদালত কেন্দ্রীয় সংস্থার সেই আবেদনে সাড়া দিয়েছে। শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে দুটি সিসি ক্যামেরা বসানোর তোড়জোড় শুরু হয়। ইডির আধিকারিকরা হাসাপাতালে গিয়ে সিসি ক্যামেরা বসানোর কাজের তদারকি করছেন। তবে কেবিনের ভিতরে মন্ত্রীর ব্যক্তিগত পরিসরে সিসি ক্যামেরা বসানো হচ্ছে না।