দিল্লি হাইকোর্ট নাকচ অনুব্রত মণ্ডলের আবেদন। বীরভূম জেলা তৃণমূল সভাপতির আইনজীবী রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারির জন্য বিচারপতি দীনেশকুমার শর্মার এজলাসে আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি বিচারপতি। এর পরেই মামলাটি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার আবেদন করেন অনুব্রতর আইনজীবী। আইনজীবী কপিল সিব্বল অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল করবেন বলে জানানো হয়। যা মেনে নিয়েছেন বিচারপতি। এদিন বিকেল নাগাদ ফের মামলাটি শুনানির জন্য উঠতে পারে। অর্থাৎ, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা রইল না ইডির।
এছাড়াও, দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন কেষ্টর। সেই মামলার শুনানি এদিন উচ্চ আদালতের হয়নি। শনিবার বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির আবেদন করা হয়েছে।
জানা গিয়েছে, আসানসোল থেকে ট্রেনেই দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে। শনিবার সম্ভবত দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে কেষ্ট মণ্ডলকে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের পরেই আসানসোল বিশেষ আদালতে কেষ্টকে দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার ইডির আবেদনে সাড়া দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ তুলেছে ইডি। এর আগে গত ১৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশান ওয়ারেন্ট জারি করে। প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরেও কেষ্টকে আদালতে তোলা হয়নি।
আরও পড়ুন- এযেন গোদের উপর বিষফোঁড়া! সাগরদিঘিতে ‘আম-ছালা’ সবই গেল তৃণমূলের!
ইডির কাছেই এব্যাপারে কৈফিয়ত চায় রাউস অ্যাভিনিউ কোর্ট। উত্তরে ইডি জানায়, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডল দিল্লি হাইেকার্টে আবেদন করেছেন। যদিও এখনও পর্যন্ত আগের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। নির্দেশ সত্ত্বেও কেন অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়নি সেব্যাপারে ইডিকে লিখিতভাবে জানাতে বলে রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপরেই ইডির তরফে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমোদন চেয়ে আবেদন করে ইডি। শেষমেশ সেই আবেদনে সাড়া দেন বিচারক।
ইডিও আদালতের সবুজ সংকেত পেয়ে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলে। এরই মধ্যে শুক্রবারই কলকাতা হাইকোর্রটে দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। দিল্লি যাত্রা আটকাতে আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্য়ালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন কেষ্ট।