Advertisment

Sheikh Shahjahan: হাড়মাস কালি হওয়ার জোগাড় শাহজাহানের! আজ হাতে পেলেই 'জামাই আদরে' রেডি ED!

Ration Scam-ED: সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় শেখ শাহাজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। প্রথমে CID শাহজাহানকে হেফাজতে নেয়। যদিও পরবর্তী সময়ে CID-র হাত ঘুরে শাহজাহান যায় CBI-এর কাছে। সেই থেকে দফায়-দফায় শেখ শাহজাহানকে জেরা করছে CBI। ইডির উপর হামলা থেকে শুরু করে, রেশন দুর্নীতি-সহ তাঁর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন তাকে করা হয়েছে। বহু প্রশ্নের উত্তর শাহজাহান এড়িয়ে গিয়েছেন বলেও দাবি সূত্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
ed sheikh shahjahan sandeshkhali ration scam

Sheikh Shahjahan: শেখ শাহজাহান।

Shahjahan Sheikh-Sandeshkhali: সন্দেশখালির (Sandeshkhali) একদা বেতাজ বাজশা শেখ শাহাজাহান (Sheikh Shahjahan) CBI হেফাজতে। জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। আজই শাহজাহানের CBI হেফাজতের মেয়াদ শেষ। এবার তৈরি ED। শাহজাহানকে হেফাজতে নিতে আজই আদালতে আবেদন জানাতে পারে এই কেন্দ্রীয় সংস্থাও।

Advertisment

শেখ শাহজাহানকে এবার হেফাজতে নেওয়ার চেষ্টার ED-র। শাহজাহানের CBI হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার বসিরহাট আদালতে পেশ করা হবে। এদিনই শাহজাহানের বিরুদ্ধে ইডির করা দ্বিতীয় মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (production Warrant) চেয়ে আবেদন করার সম্ভাবনা ইডির। আবেদন মঞ্জুর হলে তাকে হেফাজতে নেওয়ার আবেদনও জানাবে ইডি। তবে পাল্টা পরিকল্পনা রয়েছে শাহজাহানের আইনজীবীরও। উচ্চতর আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঁরাও।

আরও পড়ুন- Rekha Patra: একরোখা রেখাই BJP-র বাজি! আটপৌরে বধূর রাতারাতি সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ হয়ে ওঠার গল্প চর্চাবহুল!

সন্দেশখালিতে ইডির উপর হামলার ৫৬ দিনের মাথায় শেখ শাহাজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। CID শাহজাহানকে হেফাজতে নেয়। যদিও পরবর্তী সময়ে CID-র হাত ঘুরে শাহজাহান যায় CBI-এর কাছে। সেই থেকে দফায়-দফায় শেখ শাহাজাহনকে জেরা করছে CBI। ইডির উপর হামলা থেকে শুরু করে, রেশন দুর্নীতি-সহ তাঁর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন তাকে করা হয়েছে।

আরও পড়ুন- Kolkata Weather Today:তুফানি দুর্যোগের পূর্বাভাস! দুরন্ত হাওয়া বদল কবে? জোরোলো ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়?

সূত্রের খবর, বহু প্রশ্নের সদুত্তর শাহজাহান দেননি। তবে তাকে জেরায় বেশ কিছু তথ্যও হাতে এসেছে গোয়েন্দাদের। তারই ভিত্তিতে গত কয়েকদিনে সন্দেশখালি-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে CBI। আজ বৃহস্পতিবার শাহজাহানের CBI হেফাজতের মেয়াদ শেষ। আজই তাকে তোলা হবে আদালতে। এবার শাহজাহানকে হেফাজতে চাইতে পারে ED।

cbi ED Sandeshkhali sheikh shahjahan tmc
Advertisment