রাজস্থানের পর তামিলনাড়ু। মাদুরাইতে সরকারি অফিসারের থেকে ২০ লাখ টাকা 'ঘুষ' হিসেবে নেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়লেন অঙ্কিত তিওয়ারি নামে এক ইডি অফিসার। স্ট্যালিন প্রশাসনের এ হেন কাজে খুশি তৃণমূল। নানা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল বাংলার শাসক দল।
তামিলনাড়ুর একাধিক মন্ত্রী ও আমলার নাম দুর্নীতির তদন্তে উঠে আসছে। সেই ঘটনার তদন্তকারী অফিসারদের মধ্যে ছিলেন অঙ্কিত তিওয়ারি। অভিযোগ, এক সরকারি কর্মীর থেকে অঙ্কিত ২০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। শুক্রবার মাদুরাইতে সেই টাকা নেওয়ার সময়ই অঙ্কিতকে ফাঁদ পেতে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। অঙ্কিত এর আগে গুজরাত এবং মধ্যপ্রদেশে ইডি দফতরে কর্মরত ছিলেন। তারপরই তাঁকে তামিলনাড়ুতে পাঠানো হয়েছিল। এই ঘটনায় দক্ষিণী রাজ্যে হুলস্থূল পড়েছে।
এই ঘটনার কথাই শনিবার এক্স হ্যান্ডেলে তুলে ধরে তৃণমূল। সেখানে লেখা হয়েছে, '২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তামিলনাড়ু ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন ইডি-র এক উচ্চপদস্থ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আশ্চর্যজনকভাবে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এই কাজ করছেন বলে দাবি করেছেন। তাহলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এভাবেই অপব্যবহার করা হচ্ছে? বিজেপি বিরোধী শাসিত রাজ্যে দলের সুবিধার জন্য তহবিল সংগ্রহ করতে এই কাজ? প্রধানমন্ত্রী মোদীর অধীনে বিজেপির কোষাগার পূরণের হাতিয়ারে পরিণত হয়েছে ইডি!'
আরও পড়ুন- মন দিয়ে মোদীর দাওয়াই শুনলেন ইজরায়েলের প্রেসিডেন্ট, আলোচনায় উঠে এল প্যালেস্তাইন প্রসঙ্গ