বুধবার বেলা গড়াতেই এসএসকেএমে পৌঁছে গেলেন ইডি-র আধিকারিকরা!
কেন রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় গোয়েন্দারা? তা এখনও স্পষ্ট হয়নি। জানা গিয়েছে, হাসপাতালের এসএসকেএম হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তাঁরা।
শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবারই এসএসকেএমে ভর্তি হয়েছেন রেশন দুর্নীতিকারণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২৪ ঘন্টাও কাটেনি। অন্যদিকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন শিক্ষাক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। এই 'কাকু'র শারীরির অবস্থার খোঁজখবর করতে বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার এসএসকেএমে গিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। আপাতত মন্ত্রী রয়েছেন জেল হেফাজতে। ফলে কী কারণে এসএসকেএমে রয়েছেন ইডি-র অৎিসাররা তা স্পষ্ট হয়নি।
ইড-র গ্রেফতারির দিন থেকেই তাঁর শারীরিক অসুস্থতার দাবি করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত সপ্তাহেই অসুস্থতার কারণে ভার্চুয়ালভাবে আদালতের শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর গতকাল মন্ত্রী অস্থুতা বেড়ে যায় বলে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। এরপরই তাঁকে ভর্তি করা হয়েছিল জেল হাসপাতালে। তারপর মন্ত্রীকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। আপাতত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিউরো মেডিসিন এবং মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন।
আরও পড়ুন- আবাস যোজনার মতো ১০০ দিনের টাকাও পেয়েছেন তৃণমূলের জাহাঙ্গির শেখ! শোরগোল খণ্ডঘোষে