/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/vidyasagar.jpg)
পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় কোর্টে বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলল ইডি।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আর্জির মামলায় এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে আনল ইডি। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যয়ের আইনজীবী ও ইডির আইনজীবীর মধ্যে বাক্যালাপের টক্কর ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। মামলার শুনানি শেষ হলেও এদিন রায়দান স্থগিত রেখেছেন বিচারক। সওয়ালের শেষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জানিয়েছেন তাঁর মক্কেল এই মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছিলেন সেটি তিনি তুলে নিতে চান।
পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক, তিনি তদন্তে সবরকম সহযোগিতায় প্রস্তুত রয়েছেন, এদিন শুনানিতে বিচারকের উদ্দেশ্যে বলেন তাঁর আইনজীবী। তবে শুরু থেকেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবের জামিন আর্জির বিরোধিতা করতে থাকেন ইডির আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তাই তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এই যুক্তি দেখিয়ে ফের একবার ইডির তরফে পার্থের জামিনের বিরোধিতা করা হয়।
আরও পড়ুন- DA চেয়ে সরকারি কর্মীদের তুফানি লড়াই, শিকেয় উঠতে পারে পঞ্চায়েত ভোট
একইসঙ্গে নজিরবিহীনভাবে সওয়ালে ইডির আইনজীবী বলেন, '১৮২০-র ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিক্ষাকে ১০০ বছর এগিয়ে দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাক্ষেত্রকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছেন। তিনি শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।' এরই পাশাপাশি ফের একবার আদালতে এদিন কুন্তল ঘোষের প্রসঙ্গও টেনে এনেছেন ইডির আইনজীবী। কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই টাকার বিনিময়ে নিয়োগের ব্যবস্থা করতেন বলে দাবি ইডির। এব্যাপরে তাঁদের কাছে 'প্রমাণ' ও রয়েছে বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন- পদক্ষেপ SSC-র, চাকরি খোয়াচ্ছেন নবম-দশমের ৬১৮ জন শিক্ষক
বিচারক এদিন সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলার শুনানি শেষ করেছেন। তবে রায়দান স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এর আগেও একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, দুর্নীতিতে তাঁর যোগ নেই। রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন পার্থের আইনজীবী।