ED raid in Ration Distribution Scam: রেশন দুর্নীতি মামলায় ফের কোমর বেঁধে নামল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক-সহ কলকাতার ৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন গোয়েন্দারা। তার পর কয়েকটি দলে ভাগ হয়ে কলকাতার পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইআটি, কৈখালি-সহ পাঁচটি জায়গায় হানা দেন তাঁরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
এদিন সকালে সল্টলেকের আইবি ব্লকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। ওই ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। ফোনে তাঁর সঙ্গে কথা বলে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বাড়িতে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। তল্লাশির খবরে সেখানে চলে আসে পুলিশ।
ইডি সূত্রের খবর, রেশন মামলার তদন্তে যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল, সেই টাকা কোথায় এবং কী ভাবে বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে। বাংলায় রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি।
আরও পড়ুন Sandeshkhali: কড়া নজর রাখছে বিজেপি, মঙ্গলে কী ঘটতে চলেছে থমথমে সন্দেশখালিতে?
এই দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সূত্রে ধরেই ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। আগেই গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক চাল-গম মিলের মালিক বাকিবুর রহমানকে। আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা শাহজাহান শেখকে এই দুর্নীতি মামলায় খুঁজছে ইডি।