Advertisment

ED Raid Kolkata: তুখোড় তথ্যে জমাটি অ্যাকশনে ED! সাতসকালে দুরন্ত হানা কোন কোন ঠিকানায়?

Kolkata ED Raid: ফের সাতসকালে শহর কলকাতার একাধিক এলাকায় দুরন্ত অ্যাকশনে ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থার তেড়েফুঁড়ে এই অভিযান তা এখনও স্প্ট হয়নি। এদিন কলকাতার কমপক্ষে চারটি ঠিকানায় ইডি তল্লাশি অভিযানে বেড়িয়েছে বলে জানা গিয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দলে ভাগ হয়ে এদিন তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় সংস্থার অফিসাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
ED Raid kolkata Recruitment Scam Case, ইডি অভিযান কলকাতা নিয়োগ দুর্নীতি

ED Raid: এবার সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও শহর কলাকাতয় দুরন্ত অভিযানে ইডি।

ED Raid: আবারও শহর কলকাতার একাধিক এলাকায় ইডি হানা। বৃহস্পতিবার সাতসকালে কলকাতা শহরের বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযানে কেন্দ্রী সংস্থার আধিকারিক-কর্মীরা। নিয়োগ দুর্নীতির তদন্তেই এই ম্যারাথন অভিযান বলে ইডি সূত্রে খবর মিলেছে।

Advertisment

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্যদের (Manik Bhattacharya) পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল 'মিডলম্যান' প্রসন্ন রায়কে (Prasanna Roy)। বৃহস্পতিবার এই প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সদ্য জামিনে মুক্তি পেয়েছেন প্রসন্ন রায়। বৃহস্পতিবার সকালে প্রসন্ন রায়ের নিউটাউন, নয়াবাদের আবাসনে হানা দেয় ইডি। নিউটাউনে প্রদীপ সিং (Pradip Singh) নামে এক ব্যক্তির আবাসনে অভিযানে যায় কেন্দ্রীয় সংস্থা। এই প্রদীপ সিংকেও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল। তিনিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, এরাজ্যে গরু (Cow Smuggling), কয়লা পাচারের (Coal Smuggling) পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে (Recruitment Scam) সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আদালতের নির্দেশেই সেই একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআিই (CBI)। এরাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে নজিদরবিহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। রাজ্যের শাসকদলের একেবারে শীর্ষস্তর থেকে এই দুর্নীতিতে দিনের পর দিন ধরে মদত দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির।

আরও পড়ুন- Kolkata Weather Today: ব্রেক কষল ঠান্ডা! জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ শেষেই শীতের জমাটি স্পেল শুরু?

যদিও একাধিকবার বিরোধীদের তোলা অভিযোগ উড়িয়েছে তৃণমূল (TMC)। উল্টে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে বারবার তোপ দাগতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) থেকে শুরু করে জোড়াফুলের শীর্ষ নেতাদের।

শিক্ষায় বেনিয়মে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে গ্রেফতার হন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ রাজ্য শিক্ষা দফতরে তাবড় বড়কর্তা। তাঁদেরই দফায় দফায় জেরা করে বিভিন্ন সময়ে নানা ইনপুট পেয়েছে ইডি। সেই ইনপুট হাতে নিয়েই এদিনের এই ম্যারাথন অভিযানে কেন্দ্রীয় সংস্থা।

kolkata news West Bengal Recruitment Scam ED Raid
Advertisment