Advertisment

মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে আসতেন পার্থ, ED-র হানায় প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

মানিককে জেরায় মিলেছে তথ্য| দুর্নীতির মামলায় জোরদার তল্লাশিতে ইডি|

author-image
IE Bangla Web Desk
New Update
ed raid mahisbathan tecahers training centre link with manik bhattacharya

নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার একযোগে ৬টি জায়গায় তল্লাশি চালায় ইডি|

এবার মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে অতর্কিতে অভিযান চালাল ইডি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার মহিষবাথানে ওই টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে সেন্টারের তালা বন্ধ থাকায় ঢুকতে সমস্যায় পড়তে হয় ইডির আধিকারিকদের। পরে তালা ভেঙে ওই সেন্টারে ঢোকেন তদন্তকারীরা।

Advertisment

প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে মানিক ভট্টাচার্যই 'মাস্টারমাইন্ড', এমনই দাবি ইডির। ইতিমধ্যেই তদন্তে নেমে মানিক ভট্টাচার্যের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠেছেন মানিকের বহু আত্মীয়, এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার মহিষবাথানে মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেয় ইডি। তবে সেন্টারটিতে বাইরে থেকে তালা দেওযা ছিল। তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। ভিতরে ঢুকে বেশ কিছু ফাইল, নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পরে বাজেযাপ্ত করা হয়েছে হার্ড ডিস্ক, বেশ কিছু নথিপত্র| তল্লাশিতে মিলেছে বহু চাকরির আবেদন পত্রও, এমনই দাবি ইডি সূত্রের|

আরও পড়ুন- বউবাজারে আরও বাড়িতে ফাটল? আজ পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের দাবি, মহিষবাথানের এই টিচার্স ট্রেনিং সেন্টারের সঙ্গে প্রাথমিকে নিয়োগে দুর্নীতির ঘনিষ্ঠ যোগ রয়েছে। বাড়িভাড়া নিয়ে চলচিল টিচার্স ট্রেনিং সেন্টার| তবে এই টিচার্স ট্রেনিং সেন্টারের বকলমে 'মালিক' ছিলেন মানিক ভট্টাচার্যই, এমনই দাবি ইডি সূত্রের| এদিন বারাসতে তাপস মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি| তাপসের একাধিক স্কুল, কলেজ রয়েছে| মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এই তাপসই মহিষবাথানের এই টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন বলে দাবি ইডির।

মহিষবাথানের এই সেন্টারে নাকি মাঝে মধ্যেই আসতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, চাঞ্চল্যকর এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে| ইডি সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে মহিষবাথানের এই অফিসে মাঝে মধ্যে আসতেন, তার প্রমাণও হাতে এসেছে তাঁদের|নিয়োগ দুর্নীতি মামলায় এদিন মহিষবাথান ছাড়াও আরও ৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। তল্লাশি চলেছে সল্টলেক, ট্যাংরা, কৈখালি, বারাসত এবং কলেজ স্কোয়ারেও। একযোগে এই প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির অফিসাররা। মানিক ভট্টাচার্যকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতেই এদিন একসঙ্গে এতগুলি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি, এমনই দাবি সূত্রের।

ED Manik Bhattacharya
Advertisment