Kolkata ED Raid: গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-সহ বিভিন্ন জায়গায় ম্যারাথন অভিযানের পর আজ ফের একবার অলআউট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapash Roy), উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি (ED)। পুর নিয়োগ দুর্নীতিতে ইডির এই অভিযান বলে জোর গুঞ্জন। কেন্দ্রীয় সংস্থার এই দুরন্ত অভিযান নিয়ে রাজ্যের শাসকদলকে তুমুল কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 'পুণ্যকাজে ভোর ভোর বেড়িয়ে পড়েছে।' ইডির অভিযান নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। যদিও কেন্দ্রীয় সংস্থার এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা মন্তব্য করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
"চোরেদের বাড়িতে ইডি যাবে। পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি চলছে। অয়ন শীলের (Ayan Sil) বাড়িতে পুর নিয়োগে হার্ড ডিস্ক ও তালিকা পাওয়া যায়। তার ভিত্তিতে সিবিআই (CBI) হাইকোর্টে যায়। তাদের দাবি ছিল, আলাদা মামলা করতে হবে। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দফতর সুপ্রিম কোর্টে যায়। সেই আবদার খারিজ হয়ে যায়। তদন্ত ইডি-সিবিআই করে। সুজিত বসুর পিএ, দক্ষিণ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু-সহ তাঁদের কাছে মেটেরিয়াল পেয়েছেন। তাই ভোর ভোর পুণ্যকাজে ভোর ভোর বেড়িয়ে পড়েছে।"
কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের?
"রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোতিভাবে এটা করা হচ্ছে। বিজেপির অঙ্গুলিহেলনে এসব হচ্ছে। বিজেপির নেতারা প্রতিদ্বন্দ্বীদের তালিকা কেন্দ্রীয় এজেন্সিকে দিচ্ছে। তারই ভিত্তিতে এই তল্লাশি চলছে।"
আরও পড়ুন- ED Raid: সাতসকালে ED-র ত্রিশূল হানা! একযোগে রাজ্যের দাপুটে মন্ত্রী, বিধায়ক-নেতার বাড়িতে অভিযান
উল্লেখ্য, শুক্রবার সকাল সকাল সল্টলেক সিজিও কমল্পেক্স থেকে ইডির (ED) একাধিক দল বিভিন্ন দিকে বেরোয়। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) বাড়িতে হানা দেয় ইডি। এরই পাশাপাশি বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapash Roy) বাড়িতেও পৌঁছে যায় ইডির আরও একটি দল। এছাড়াও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় ইডির অন্য একটি দল। পুর নিয়োগ দুর্নীতিতেই এই অভিযান বলে সূত্রে খবর।