ED raids multiple locations in Sandeshkhali: লক্ষ্মীবারে সাতসকালে সুপার অ্যাকশনে ED, শাহজাহান মামলায় আজই বিরাট কিছু ঘটতে চলেছে?

Shahjahan Sheikh-Sandeshkhali: এর আগে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। শাহজাহান অনুগামীদের বেধড়ক মারধরে মাথা ফাটে ইডি আধিকারিকের। আহতও হন বেশ কয়েকজন। এরপর ফের একবার শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে রাখা হয়েছে।

Shahjahan Sheikh-Sandeshkhali: এর আগে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। শাহজাহান অনুগামীদের বেধড়ক মারধরে মাথা ফাটে ইডি আধিকারিকের। আহতও হন বেশ কয়েকজন। এরপর ফের একবার শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে রাখা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ED is trying to nab Sheikh Shahjahans Brother sirajuddin

Sheikh Shahjahan: শেখ শাহজাহান।

ED Raid Sandeshkhali: ফের সন্দেশখালিতে দুরন্ত অভিযানে ED। বৃহস্পতিবার সাতসকালে সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছে গিয়েছেন ED অফিসাররা। দ্বীপাঞ্চলের একাধিক জায়গায় ঘুরে ঘুরে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় সংস্থার আধিকারিক-কর্মীরা। দোকান-বাজার ঘিরে রেখে তল্লাশি। শেখ শাহজাহানের (Sheikh Sahjahan) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রেখে তল্লাশি।

Advertisment

ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। সন্দেশখালি জুড়ে একাধিক মাছের ভেড়ির 'মালিক' শেখ শাহজাহান। এই মাছের ভেড়ি সংক্রান্ত ব্যবসায় নিয়ে তদন্তে গিয়েছে ইডি। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।

সম্প্রতি শাহজাহান তদন্তে কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলার বেশ কয়েকটি এলাকায় একই ধরনের তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। সেই অভিযান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এছাড়াও শাহজাহান-তদন্তে বেশ কয়েকজেনর সঙ্গে কথা বলেও নানা ইনপুট পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। তারই ভিত্তিতে এদিনের এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন মুখ্যমন্ত্রী মমতার! ভয়ঙ্কর অভিযোগ ‘দিদি’র

উল্লেখ্য, সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান আপাতত CBI হেফাজতে। তাকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের। এর আগে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি। শাহজাহান অনুগামীদের বেধড়ক মারধরে মাথা ফাটে ইডি আধিকারিকের। আহতও হন বেশ কয়েকজন। এরপর ফের একবার শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে রাখা হয়েছে।

cbi ED Sandeshkhali ED Raid sheikh shahjahan tmc