Advertisment

গুণের অন্ত নেই কালীঘাটের কাকুর! জেরায় কী বললেন? কলকাতা হাতড়ে বেড়াচ্ছে ED

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সাঁড়াশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
IE Bangla Web Desk
New Update
ED collected voice samples of Sujaykrishna Bhadra at Joka ESI Hospital

সুজয়কৃষ্ণ ভদ্র।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও সাঁড়াশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় একযোগ হানা ইডির। কলকাতার লি রোডে কালীঘাটের কাকুর জামাইয়ের ফ্ল্যাটে হানা ইডির অফিসারদের। এদিন ইডির দল হানা দেয় সুজয়কৃষ্ণ ভদ্রের নিউ আলিপুর, জোকা এবং ঠাকুরপুকুরের ঠিকানাতেও।

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কালীঘাটের কাকু গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। লক্ষ, লক্ষ টাকার বিনিময়ে মুড়ি-মুড়কির মতো সরকারি চাকরি কার্যত 'বিক্রি' হয়েছে বলে দাবি ইডির। নিয়োগ দুর্নীতিতে আষ্ঠেপৃষ্ঠে যুক্ত রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র, এমনই দাবি ইডির। তাঁকে নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান চাঁই বলেও দাবি করেছেন ইডির তদন্তকারীরা।

আরও পড়ুন- তারাপীঠ মন্দির ছেড়ে অন্যত্র অধিষ্ঠান ‘তারা মা’য়ের! পুজো দিতে কোথায় যাবেন ভক্তরা?

এবার কলকাতার লি রোডে সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইয়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযানে ইডির দল। সোমবার সকালে লি রোডে কালীঘাটের কাকুর জামাই দেবরূপ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা ইডির অফিসারদের। ফ্ল্যাটে ঢুকে তল্লাশি ইডির। ফ্ল্যাটের নীচে থাকা গাড়ির গ্যারাজেও যান তদন্তকারীরা। লি রোডের এই ফ্ল্যাটটি আড়াই কোটি টাকা দিয়ে মেয়ে-জামাইকে কিনে দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র, এমনই দাবি ইডির।

আরও পড়ুন- ‘কাশ্মীর ঠাণ্ডা করেছি, তো কোথায় যাদবপুর’, দিলীপের চাঁচাছোলা মন্তব্যে বিতর্ক

তবে এদিন শুধু লি রোড নয়, কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় একযোগে হানা দেয় ইডি। নিউ আলিপুর, জোকা ও ঠাকুরপুকুরে কালীঘাটের কাকুর ঠিকানায় তল্লাশি অভিযানে যায় ইডির দল। দফায় দফায় জেরা করেই সুজয়কৃষ্ণ ভদ্রের বিপুল সম্পত্তির হদিশ মেলে। সেই ঠিকানাগুলিতেই তল্লাশি ইডির।

cbi ED Recruitment Scam WB SSC Scam kalighater kaku Sujaykrishna Bhadra
Advertisment