পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার অল আউট অভিযানে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে ডজনখানেক ঠিকানায় একযোগে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ির পাশাপাশি একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বাড়িতেও হানা ইডির।
আজই রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিএমও। শহর কলকাতায় দু'দলের জোড়া কর্মসূচির দিনেই পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি নিয়ে অল আউট অভিযানে নামল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় তল্লাশিতে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষের নাম ওঠে।
এছাড়াও কামারহাটি পুরভার চোরম্যান, বরাহনগর পুরসভার চেয়ারপার্সন, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশিতে ইডি। রাজ্যজুড়ে আজ ১২টি জায়গায় আলাদা আলাদা দলে ভাগ হয়ে তল্লাসিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন- আরও প্রবল-জোরালো বৃষ্টির তুফানি পূর্বাভাস, আজও তুমুল দুর্যোগ! আবহাওয়ার উন্নতি কবে?
মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ এর আগে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিপত্র ঘেঁটে রথীন ঘোষকেও পুর নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসেবে মনে করছে ইডি। তারই ভিত্তিতে এই ম্যারাথন তল্লাশি।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বিস্তর দুর্নীতি হয়েছে বলে মনে করে ইডি। ইতিমধ্যেই এব্যাপারে তাঁদের হাতে বেশ কিছু তথ্য-প্রমাণ এসেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। রাজ্যের বিভিন্ন পুরসভায় ক্লার্ক, পিওন-সহ ড্রাইবার নিয়োগেও চরম দুর্নীতি হয়েছে বলে দাবি ইডি সূত্রের। লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে এই সরকারি চাকরিগুলিও কার্যত বিক্রি হয়েছে বলে সন্দেহ ইডির। এই দুর্নীতির শিকড়ের খোঁজে এবার নেমেছে ইডি।