Advertisment

মারাত্মক কিছুর আঁচ? জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের ঠিকানায় হঠাৎ হানা ইডির!

রেশন দুর্নীতির তদন্তে এবার কোমর বেঁধে ময়দানে ইডি। দিকে দিকে অভিযানে কেন্দ্রীয় সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ed raids salt lake sector five and bongaon in ration scam

সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে ইডির তল্লাশি অভিযান।

রেশন দুর্নীতির তদন্তে এবার কোমর বেঁধে ময়দানে ইডি। দিকে দিকে অভিযানে কেন্দ্রীয় সংস্থা। দুর্নীতির শিকড় ওপড়াতে এবার অলআউট হানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতেই অভিযানের গতি আরও বাড়াল ইডি। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ সল্টলেকে হানা দেয় ইডি।

Advertisment

রেশন দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। তারই ভিত্তিতে জোরদার তল্লাশিতে কেন্দ্রীয় সংস্থা। শনিবার সকালেও উত্তর ২৪ পরগনার বনগাঁর পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভের হোটেলে হানা দেয় ইডি। সল্টলেক সেক্টর ফাইভের রাধাকানাইয়া হোটেলের এক কর্মচারীকে প্রথমে ডেকে আনে ইডি। হোটেলে ঢোকার আগেই ওই ব্যক্তি জানিয়ে দেন তিনি মালিক নন, হোটেল মালিকের নাম মন্টু সাহা ও কালিদাস সাহা।

আরও পড়ুন- বালুর হাত ধরেই রাতারাতি ফুলেফেঁপে ঢোল? ইডির নজরে জ্যোতিপ্রিয়র কোন ঘনিষ্ঠরা?

এই হোটেলটি কবে কেনা হয়েছিল, এই হোটেলে কারা কারা আসতেন? সেব্যাপারে জিজ্ঞাসাবাদ ইডির। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মন্টু সাহা ও কালীদাস সাহা নামে এই দুই ব্যবসায়ী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেক্টর ফাইভের হোটেলের পাশাপাশি বনগাঁয় ব্যবসায়ীর বাড়ি এবং আটাকালেও এদিন অভিযান চালায় ইডি।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে বেশ কয়েকজন রেশন ডিলারও। তাঁদের তলবের পাশাপাশি বাকিবুর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি।

kolkata news West Bengal Jyotipriyo Mallick ED Raid Ration Scam Bakibur Rahman
Advertisment