Advertisment

বর্ষশেষে ফের তেড়েফুঁড়ে নামল ইডি, শহরের একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির

একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ED raid sujit basu tmc mla tapas roy residence in municipality job scam

ED Raid: রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, বিধায়কের বাড়িতে ইডির অভিযান।

বড়দিনের রেশ কাটতেই ফের তেড়েফুঁড়ে নামল ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advertisment

জানা গিয়েছে, এদিন সকালে ডালহৌসি এলাকার একটি অফিস, বড়বাজারের একটি অফিস এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে ইডি আধিকারিকদের দেখা গিয়েছে। ইডির তরফে এই তল্লাশির কারণ কিছু স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, এই তল্লাশি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই অভিযান।

বড়বাজারে একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে হানা দিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, হিসাবে গরমিল সংক্রান্ত বিষয়ে তদন্তের সূত্রেই এই অফিসে হানা দেওয়া। কতক্ষণ তল্লাশি চলবে জানা যায়নি, তবে ইডি আধিকারিকরা বেশ কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন তাই এখানে হানা দিয়েছেন।

আরও পড়ুন এক প্রণামেই দফারফা, ‘গুরু’ শিশিরের পা ছোঁয়ায় কাঁথির চেয়ারম্যানকে কী নির্দেশ তৃণমূলের?

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির টাকা অন্য। কোথাও লগ্নি করা হয়েছিল কি না, করলেও কোথায় কোথায় সেই টাকা বিনিয়োগ হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছিল কি না, এই সব কিছু খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

West Bengal ED Recruitment Scam
Advertisment