Advertisment

ED Raid: নিয়োগ দুর্নীতি: ভাবতেই পারবেন না এবার রাজ্যের এমন এক মন্ত্রীর বাড়িতে ED হানা

ED Raid: ফের রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। সাতসকালে ইডির বেশ কয়েকজন অফিসার তিনটি গাড়িতে চেপে তাঁর বাড়িতে পৌঁছে যায়। গোটা বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের এই মন্ত্রী ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই কারণেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
ed raids wb minister chandra nath sinhas residence in recruitment scam case

ED Raid: এদিন কলকাতা শহরেরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশিতে যায় ইডি। সঙ্গে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

ED Raid: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোমর বেঁধে ময়দানে ED। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে দুরন্ত অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে সাতসকালে হানা ED-র। বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বোলপুরে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandra nath Sinha) বাড়িতে ইডির তল্লাশি অভিযান।

Advertisment

উল্লেখ্য, ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে অলআউট অভিযানে ED। এদিন বীরভূমের বোলপুরের (Bolpur) নিচুপট্টিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁঠে যায় ইডির দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে ফেলেন। ভিতরে ঢোকেন ইডির বেশ কয়েকজন অফিসার।

ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পেয়েছিলেন তদন্তকারীরা। তারই ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণেই তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান।

আরও পড়ুন- Rajdhani Express: সূত্রের খবরে হঠাৎ হানা, দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে চোখ কপালে তোলার মতো ঘটনা

তবে এদিন সকালে শুধু রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেই নয়, শহর কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ED। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে।

কলকাতার চেতলা, বাঙুর, নিউটাউন-সহ শহরের মোট ৬টি জায়গায় তল্লাশিতে নামে ED। বাঙুরে এস কে ঝুনঝুনওয়ালার বাড়িতে তল্লাশি অভিযান চলে। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বেশ কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে লেনদেন হতো বলে তদন্তে জানতে পেরেছে ইডি।

West Bengal Recruitment Scam ED Raid chandra nath sinha
Advertisment