Advertisment

SSC দুর্নীতি মামলা, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED-র হানা

SSC দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াল ED।

author-image
IE Bangla Web Desk
New Update
I am a victim of conspiracy, says Partha Chatterjee on SSC corruption

পার্থ চট্টোপাধ্যায়।

এসএসসি দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি-র হানা। শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই নয়, এদিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও তল্লাশি অভিযানে যায় ইডি-র অফিসারদের একটি দল। ইডি-র অন্য একটি দলের অভিযান চলে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও। এদিন এসএসসি দুর্নীতি মামলায় মোট ১৩টি জায়গায় ইডি অভিযান চালিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisment

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও বাড়াল কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির অফিসারদের একটি দল নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। ইডি-র ৮-১০ জনের একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই ঢোকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সরাসরি তাঁর বাড়িতেই অভিযান। সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন তল্লাশি অভিযানও চালাচ্ছে ইডি।

আরও পড়ুন- কলকাতায় গরম আরও বাড়বে? সপ্তাহ শেষে ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়

এরই পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও এদিন তল্লাশি অভিযানে পৌঁছোয় ইডি। পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে যায় ইডি-র অন্য এখটি দল। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেনিয়মে স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিও যায় অঙ্কিতার। এমনকী বেতনের টাকাও তাঁকে ফেরাতে হচ্ছে।

বাবা মন্ত্রী হওয়ার জেরেই বেনিয়ম করে অঙ্কিতা স্কুলে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন পরেশ অধিকারীর বেশ কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বড়িতেও এদিন অভিযানে যায় ইডি। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এসএসসি-র মাধ্যমে ভুয়ো নিয়োগ হয়েছিল বলে অভিযোগ ওঠে।

সেই নিয়োগে আর্থিক লেনদেনের পরিমাণ ঠিক কতটা? মূলত তা জানতেই ইডির এই বিশেষ অভিযান বলে জানা গিয়েছে। এরই পাশাপাশি টেট দুর্নীতি মামলাতেও সক্রিয় ইডি। শুক্রবার অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও অভিযানে যান ইডি-র অফিসাররা।

partha chatterjee ED WB SSC Scam
Advertisment