Advertisment

অভিষেক ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি? জানতে চাইল ইডি, সূত্রের খবর চর্চায়!

গতকালই ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjees eye problem again

অভিষেক ব্যানার্জি।

গতকালই ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার অভিষেকের ও তাঁর পরিবারে সব সদস্যদের কোথায় কত সম্পত্তি তার বিস্তারিত তথ্য চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনই খবর সূত্রের। অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের আয়-ব্যয় নিয়েও বিস্তারিতভাবে তথ্য চেয়েছে ইডি, খবর সূত্রের।

Advertisment

বুধবারই ফের এক দফায় ইডির টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে ইডির চোখা চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে।

সূত্রের খবর, গতকালও বেশ কিছু নথি অভিষেক জমা দিয়েছেন ইডির অফিসারদের কাছে। তবে এতেই সন্তুষ্ট নয় ইডি। এবার অভিষেক বন্দ্যেপাধ্যায় ও তাঁর পরিবারের সব সদস্যদের সম্পত্তি-আয়-ব্যায় জনিত বিস্তারিত তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, এমনই খবর সূত্রের।

আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’ বলেছিলেন ‘সাহেবকে কেউ ছুঁতে পারবে না’, তা নিয়ে অভিষেক কী বললেন?

লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তাঁর যুক্ত থাকার কথা গতকাল নিজেই মেনে নেন অভিষেক। তবে তাঁর সংস্থায় দুর্নীতির কোনও টাকা ঢোকেনি বলেই দাবি তৃণমূলের অন্যতম প্রধান শীর্ষ নেতার। তাঁকে হেনস্থা করতে রাজনৈতিক উদ্দেশ্যেই ইডি বারবার ডেকে পাঠাচ্চে বলে অভিযোগ তুলেছিলেন অভিষেক। এমনকী এক্ষেত্রে তিনি আবারও নিশানা করেছিলেন কেন্দ্রের শাসকদল তথা এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে।

আরও পড়ুন- অভূতপূর্ব কৃতিত্বে ‘জগৎশ্রেষ্ঠ সম্মান’, বাংলার মুখ উজ্বল করলেন দুই ‘সোনার মেয়ে’

গতকাল লিপস অ্যান্ড বাউন্ডস প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেছিলেন, "এসএসসিতে নিয়োগ দুর্নীতির ১০ পয়সা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে, আগে প্রমাণ করে দেখাক ইডি। আমাকে ভিতরেও একই প্রশ্ন করেছে। এমনভাবে দেখানোর চেষ্টা হচ্ছে যেন কয়লা দুর্নীতির টাকা, গরু পাচারের টাকা, নিয়োগ নিয়ে দুর্নীতি যদি হয়ে থাকে, তার টাকা সব লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। ইডি দেখাতে চাইছে একটাই টাকা তিনটি মামলায় জড়িত। কয়লার টাকা, গরুর টাকা, এসএসসির টাকার একটাই পেমেন্ট তো হতে পারে না।"

আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ, অসীম শ্রদ্ধায়-আকুল ভক্তিতে ‘মা তারা’র বিশেষ পুজো

abhishek banerjee West Bengal ED Recruitment Scam WB SSC Scam leaps and bounds
Advertisment