নিয়োগ দুর্নীতির অন্যতম বড় মাথা মানিক ভট্টাচার্যই। অন্তত তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি। এখনও পর্যন্ত মানিক ও তাঁর পরিবারের ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে চার্জশিটে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইডি।
রাজ্যে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে সপরিবারে জেলে মানিক ভট্টাচার্য। গত সোমবারই মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরায় সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে ইডিও তাঁকে জেরা করতে পারে বলে জানিয়েছেন বিচারপতি। মঙ্গলবারই মানিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি।
আরও পড়ুন- ‘নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, কলকাতা পুলিশের এলাকাতেই তো আক্রান্ত হয়েছিলাম’, প্রতিক্রিয়া নওশাদের
এদিকে, মঙ্গলবার রাতের পর ফের বুধবার সকালেও প্রেসিডেন্সি জেলে মানিক ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই। প্রাথমিকে পোস্টিং দুর্নীতি নিয়ে জেলবন্দি মানিককে জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা মানিককে জেরা করে সিবিআই। ফের বুধবার সকাল ৯টা নাগাদ আবারও প্রেসিডেন্সি জেলে যান গোয়েন্দারা। পোস্টিং-দুর্নীতি সংক্রান্ত বিষয়েই মানিককে জেরা করা হয়।