পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস। এবার ডায়মন্ড হারবার নোটিস পাঠাল ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ হয়েছিল বলে ইডি সূত্রে খবর।
২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি এবং ডি পদে ১৬ জন নিয়োগ করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেই নিয়োগের বিস্তারিত তথ্য চেয়ে ইডি নোটিস পাঠিয়েছে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসের মীরা হালদার।
মীরার দাবি, সব নিয়োগ নিয়ম মেনেই হয়েছিল। কোনওরকম দুর্নীতি হয়নি। ইডি যা যা চেয়েছে সেই প্রয়োজনীয় তথ্য পাঠানোর কথা জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রণব দাস।
এদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে তৈরি সিবিআই সিটকেই এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের ভার কলকাতা হাইকোর্টের। তবে এবার থেকে আদালতের নজরদারিতে পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির তদন্ত চলবে বলে নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন পুর-নিয়োগে দুর্নীতি, সত্য উদঘাটনের লক্ষ্যে বিরাট নির্দেশ হাইকোর্টের!
এদিন সিবিআই তদন্তের ধরন নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। তদন্তে আদৌ কোনও অগ্রগতি হয়েছে কিনা এদিন সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন বিচারপতি সিনহা। তদন্তের অগ্রগতি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সিবিআই পুরনো তথ্যে ভরা রিপোর্ট দিচ্ছে বলেও মনে করেন বিচারপতি।
রাজ্যের পুরসভাগুলিতেও নিয়োগে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু নথি পায় কেন্দ্রীয় সংস্থা। সেই সব নথি খতিয়ে দেখেই পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির আঁচ পায় সিবিআই। হাইকোর্ট এক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তবে এবার সরাসরি আদালতের নজরদারিতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত চলবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।