পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কোমর বেঁধে তদন্তে ইডি। রাজ্যের ১২টি পুরসভাকে নোটিশ কেন্দ্রীয় সংস্থার। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়েছে ইডি। ২০১৪-এর পর নিয়োগ পাওয়া কর্মীদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুরসভাগুলিকে নোটিস পাঠানোর পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেডকেও নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিসে হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। তল্লাশিতে একগুচ্ছ নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সূত্রের খবর, সেই সব নথির মধ্যেই রাজ্যের পুরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করে ইডি। পরে তারই ভিত্তিতে এগোয় তদন্ত। আপাতত কলকাতা হাইকোর্টের নজরদারিতে পুরসভায় নিয়োগ অনিয়ম তদন্ত পরিচালনা করছে ইডি।
আরও পড়ুন- ইসরোকে না আসার আবেদন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেন এই অবস্থান?
এবার রাজ্যের ১২ পুরসভাকে নোটিশ পাঠাল ইডি। ২০১৪ সালের পর থকে রাজ্যের এই পুরসভাগুলিতে কাকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিশ পাঠিয়েছিল ইডি। এবার নোটিশ দেওয়া হয়েছে কামারহাটি, দক্ষিণ ও উত্তর দমদম, ব্যারাকপুর-সহ রাজ্যের ১২ পুরসভাকে। এদিকে, আজই ইডির দফতরে হাজিরা দিয়েছেন অয়ন শীলের হিসাবরক্ষক।