জেলে চুপচাপই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কারও সঙ্গেই বিশেষ কথা বলছেন না তিনি। এরই মধ্যে তাঁর আবার পা ফুলেছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় জেল কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি জটিল আকার নেয়নি। পার্থের শারীরিক পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। প্রয়োজেন তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।
Advertisment
আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আপাতত তিনি জেল হাজতেই রয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, জেলে থাকাকালীন বিশেষ কারও সঙ্গেই কথা বলছেন না তৃণমূলের প্রাক্তন মহাসচিব। জেলের খাবারেই পেট ভরাতে হচ্ছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য জেলে আলাদা শৌচাগারের ব্যবস্থাও নেই। তাই কমন টয়লেটই ব্যবহার করতে হচ্ছে তাঁকে।
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কেউ খাবার নিয়ে গেলে তাঁকে দেওয়া যেতেই পারে। তবে এখনও পর্যন্ত পার্থের কোনও আত্মীয়ই খাবার নিয়ে জেলে তাঁর কাছে যাননি। অগত্যা জেলার ভাতই খাচ্ছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। অন্য বন্দিদের যা দেওয়া হয় সেই খাবারই খাচ্ছেন পার্থ। ভাত-ডাল-রুটি দেওয়া হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। এদিকে, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
জেল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থতির দিকে সর্বক্ষণ খেয়াল রাখছেন। জেল সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমন জিট আকার নেয়নি। তবে প্রয়োজনে তাঁকে অন্যত্র নিয়ে গিয়েও চিকিৎসা করানো হতে পারে জেল সূত্রে জানা গিয়েছে।