Advertisment

ইডি-র স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডস! হাতে সাড়াজাগানো তথ্য? হাইকোর্টে জমা রিপোর্ট

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা ইডির।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikaris lawyer approached HC afer receiving summons from Lalbazar

Suvendu Adhikari: কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে তদন্ত-সহ নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম অভিযোগ সংক্রান্ত তদন্তের বিস্তারিত একটি রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে ইডি। সেই রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। আর এক কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-ও এই মামলায় তাঁদের তদন্ত রিপোর্ট জমা দেবে উচ্চ আদালতে।

Advertisment

নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটির নাম নিয়ে চর্চা আরও বাড়ে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংস্থায় নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বলে অভিযোগ। এব্যাপারে ইতিমধ্যেই অভিষেককে বেশ কয়েকবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কিত হিসেব চাইলে তাঁদের পাঁচ হাজার পাতার নথি ধরিয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- দেবতা জ্ঞানে পুজো গ্রামেরই এক কৃষককে! অপার শ্রদ্ধায় এমন অসীম ভক্তির কারণ জানেন?

এর আগের শুনানিতে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের জমা দেওয়া নথি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা। ২০১৪ সালের পর তৃণমূল নেতার সম্পত্তির বিপুল বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে। আদালতে ওই দিন ইডির তরফেও জানানো হয় হাজার-হাজার পাতার সেই নথি খতিয়ে দেখা সম্ভব হয়নি। আদালতের কাছে আরও খানিকটা সময় চেয়ে নেয় ওই কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন- মা তারার ভক্তদের জন্য বিরাট সুখবর! খুলে যাচ্ছে দ্বিতীয় তারাপীঠ মন্দির, কোথায়?

এরই মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত যাবতীয় তদন্ত-সহ নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে এখনও পর্যন্ত যা যা উঠে এসেছে সেব্যাপারে বিস্তারিত তথ্য মুখবন্ধ খামে হাইকোর্টে জমা দিয়েছে ইডি।

abhishek banerjee West Bengal ED kalighater kaku Sujaykrishna Bhadra leaps and bounds
Advertisment