গরু পাচারের কিংপিন 'ফেরার' আব্দুল লতিফকে ফের তলব ইডির। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে একদা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ও কয়লামাফিয়া রাজু ঝা খুনে পুলিশের সন্দেহের তালিকায় পয়লা নম্বরে থাকা অভিযুক্ত আব্দুল লতিফ। বুধবার রাতে ইমেল করে তাঁকে দিল্লির অফিসে হাজিরা দিতে বলেছে ইডি।
গরু পাচার মামলায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে বীরভূমের ইলামবাজারের বাসিন্দা আব্দুল লতিফের। গরু পাচার মামলায় কোটি-কোটি টাকা আর্থিক অনিয়মের তদন্তে নেমে লতিফের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে এসেছে ইডিরও। এর আগেও গত ২৯ মার্চ তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজু ঝা খুনের ঠিক ২ দিন আগে তাঁকে তলব করে কেন্দ্রের সংস্থা।
আরও পড়ুন- নাছোড় আন্দোলনেই দাবি ছিনিয়ে নেওয়ার ডাক, আজ ফের ‘পেনডাউন’
তবে সেই তলবে দিল্লিমুখো হননি লতিফ। পরে ১ এপ্রিল দুর্গাপুরের কয়লামাফিয়া রাজু ঝা খুনে নাম জড়িয়ে যায় লতিফের। খুনের পর ঘটনাস্থলে মোবাইল ফোনে কথা বলতে দেখা গিয়েছিল লতিফকে। নীল প্যান্ট-সাদা জামা পরা লতিফের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। যদিও তারপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর। যে গাড়িতে রাজু ঝা খুন হন সেই গাড়িতেই লতিফ ছিলেন বলে দাবি তাঁর গাড়িচালকের। এবার 'ফেরার' লতিফেই ইমেল করে তলব ইডির।
এদিকে, কয়লা পাচার মামলায় ফের একবার দিল্লি-তলব করা হয়েছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। সেই তলব এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী। ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন মলয় ঘটক। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে সেই মমালার শুনানি রয়েছে।