Advertisment

মমতার কথাই মিলে গেল, কয়লা কাণ্ডে অভিষেককে তলব ইডি-র

সোমবারই মমতা বলেছিলেন, অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee,BJP,TMC,Jalpaiguri,INTTUC,District,অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, জেলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে আশঙ্কার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশের একদিন পরেই আশঙ্কা সত্যি হল। কয়লা-পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সেদিন সিজিও কমপ্লেক্সে তাঁকে দিল্লি থেকে আসা ইডি কর্তারা জেরা করবেন।

Advertisment

সোমবারই মমতা বলেছিলেন, অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওঁরা। ঠিক তার পরদিনই এল সেই নোটিস। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "অভিষেককে আগেও দুবার নোটিস ধরিয়েছে। আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে। এমনকী ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার তো মনে হয় ওর দুবছরের ছেলেও নোটিস ধরাবে। ওকেও নোটিস ধরিয়ে দেখুক দুবছরের ছেলেও কতটা শক্ত হয়েছে।"

এদিকে, গতকালই অভিষেক সমাবেশ থেকে বলেছিলেন মঙ্গলবার কিছু ঘটবে। তাঁর কথাই সত্যি হয়েছে। অভিষেকের মন্তব্যের পরদিনই তাঁকে নোটিস পাঠিয়েছে ইডি। উল্লেখ্য, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের পরদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। ইডি-র আধিকারিকরা ২৭ ঘণ্টা তল্লাশি চালিয়ে ২৩ জুলাই সকালে পার্থকে গ্রেফতার করেন।

আরও পড়ুন ‘আমরা সবাই চোর- ওরা সাধু’, মমতার প্রশ্নে বিজেপির জবাব ‘হ্যাঁ আপনারাই চোর’

সোমবার সেই কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, "২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি-কে পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন, কেন ২৩ জুলাই নয়! আপনারা লিখে রাখুব চার-পাঁচদিনের মধ্যেই ওরা আবার কিছু একটা করবে।"

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র নোটিস নিয়ে টুইট করে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি টুইটে লিখেছেন, "দিদিমণি আমাদের অন্তর্যামী। গতকালই উনি তালিকা ঘোষণা করলেন প্রকাশ্য মঞ্চে!!! আজ ভাইপো ইডি-র নোটিস পেল!!!"

tmc Mamata Banerjee abhishek banerjee ED Coal Smuggling Case
Advertisment