scorecardresearch

নয়া-অস্বস্তিতে কেষ্ট-কন্যা, গরু পাচার মামলায় সুকন্যাকে দিল্লি তলব ED-র

গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যা মণ্ডলের নামেও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে।

is sukanya will go at ed office today in cow smuggling case?
আজ ইডির দফতরে হাজিরা দেবেন সুকন্যা?

কেষ্ট-কন্যার নয়া অস্বস্তি। এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করল ইডি। আগামী ২৭ অক্টোবর সুকন্যাকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্টোদিকে, এই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গলকেও দিল্লি নিয়ে যেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টে এব্যাপারে ধাক্কা খাওয়ার পর ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এই সংস্থা।

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে আসানসোল সংশোধনাগারে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই মামলার তদন্তে নেমে অনুব্রতর মেয়ের নামেও মিলেছে সম্পত্তির পাহাড়। সুকন্যা মণ্ডলের নামে রাইসমিল ছাড়াও মিলেছে জমি, বাড়ির মালিকানার কাগজপত্র। সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা কীভাবে পাহাড়-প্রমাণ এই সম্পত্তির মালিক হলেন? কোথা থেকে পেলেন তিনি এত টাকা? ইডি-সিবিআইয়ের এই প্রশ্নের উত্তর এখনও অধরা।

আরও পড়ুন- ‘চাকরি চাই’, এবার পথে নেমে সোচ্চার কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকাভুক্তরা

এর আগে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার পালা ইডির। সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে তাঁর নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

উল্টোদিকে, গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকেও দিল্লিতে নিয়ে গিয়ে জেরার আবেদন জানিয়েছিল ইডি। যদিও কলকাতা হাইকোর্ট তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। এবার ফের একবার সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সায়গলকে হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ পিএমএলএ আদালতে আবেদনও জানিয়েছে ইডি। আগামী সোমবার সেই আবেদনের শুনানি হতে পারে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ed summoned anubratas daughter sukanya in cow smuggling case501879