কয়লাকাণ্ডে ফের সক্রিয় ইডি। ফের তলব কয়লা পাচার চক্রের মূল চক্রী লালা ওরফে অনুপ মাজিকে। ইডি সূত্রের খবর, এবার দিল্লিতে সংস্থার সদর কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে লালাকে। বুধবার বেলা ১১টার মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এর আগেও একাধিকবার লালাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। তাই এবার ইডির ডাকে সাড়া দিয়ে লালা দিল্লি যাবেন কিনা তা নিয়ে ধন্দ রয়েছে। কিন্তু নতুন কী এমন তথ্য পেয়েছে ইডি? যাতে ফের একবার লালকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ল, তা নিয়ে জল্পনা-গুঞ্জন বেড়েই চলেছে।
রাজ্যে কয়লা পাচার চক্রের মূল চক্রী পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা অনুপ মাজি ওরফে লালা, এমনই দাবি দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি-র। প্রভাবশালী একধাকি ব্যক্তির মদতে দিনের পর দিন ধরে রাজ্যে বেআইনি কয়লার কারবার চালিয়ে গিয়েছেন লালা। এর আগেও তাঁকে বারাবার তলব করা হলেও একবারই মাত্র সিবিআই ডাকে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন লালা। সেবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
আরও পড়ুন- প্রবল বৃষ্টির সতর্কতা! এবার বর্ষার রুদ্র মূর্তি দেখবে কোন কোন জেলা?
এর আগে কয়লাকাণ্ডে বারবার তলব করা হলেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা। শীর্ষ আদালত তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছিল। তবে সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এবার আরও একবার তাঁকে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, লালার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। লালার হাত দিয়েই বেআইনি কয়লার কারবারের কোটি কোটি টাকা একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছোত বলে সন্দেহ তদন্তকারীদের। কয়লাকাণ্ডের তদন্ত অনেকদূর এগিয়েছে।
আরও পড়ুন- ফের আন্দোলনে কুড়মিরা, আগেভাগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের ঘোষণা
এবার লালাকে সরাসরি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, সেই কারণেই এবার দিল্লিতে তলব করা হয়েছে লালাকে। তবে এবারও তিনি দিল্লি যাবেন কিনা স্পস্ট নয়। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, এবার অনুপ মাজি ওরফে লালা হাজিরা এড়ালে আইনি পথে যেতে পারে ইডি। ইতিমধ্যেই এব্যাপারে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।