ED Summoned Dev: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সাংসদ-অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, আজ, বুধবার সকাল ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ঘাটালের তৃণমূল সাংসদ সবসময় বলেছেন, যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি হাজির হবেন। এবার কি দিল্লিতে যাবেন দেব, সেটা নিয়েই প্রশ্ন।
এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (Prevention of Money Laundering Act) ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে। ইমেল মারফত দেবের কাছে নোটিস পাঠানো হয়েছে। এদিকে, ইডির এই তলব পাওয়ার পর দেব ঘনিষ্ঠ মহলে সম্পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন Dev: দেবকে নিয়ে বিরাট খবর! অস্বস্তি বাড়ল বই কমল না তৃণমূলের তারকা সাংসদের
উল্লেখ্য, সম্প্রতি সরকারি তিনটি কমিটি থেকে দেব পদত্যাগ করেছিলেন। তারকা সাংসদের এই পদক্ষেপ ঘিরে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। দেব রাজনীতি ছাড়তে পারেন বলেও জোর গুঞ্জন ছড়ায়। যদিও দ্রুত পটপরিবর্তনও ঘটে। মমতা বন্দ্যেপাধ্যায় ও অভিষেক বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ। সেই বৈঠকেই বরফ গলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
পরবর্তী সময়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আরামবাগের সরকারি সভায় দেবকে উপস্থিত থাকতে দেখা যায়। পরে দেব নিজেও জানান, তিনি ঘাটাল থেকেই আবারও দাঁড়াতে চান। রাজনীতি ছাড়ার পরিকল্পনা তার এখনই নেই বলেও স্পষ্ট করে দেন দেব। তারকা সাংসদকে নিয়ে এই চর্চার আবহেই এবার তাঁকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।