Advertisment

কয়লা পাচার মামলা: মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীকে দিল্লি তলব ED-র

এর আগেও একাধিকবার তলবেও ইডি হাজিরা এড়িয়েছিলেন এই মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
ED and IT raid at TMC MLA Krishna Kalyani's house

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার মামলায় এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডির। শুধু আইনমন্ত্রীই নন, তাঁর আপ্ত সহায়ককেও দিল্লির দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ মার্চ দিল্লিতে তলব করা হয়েছে আইনমন্ত্রী মলয় ঘটককে। তারও আগে আগামী ২৩ মার্চ ডেকে পাঠানো হয়েছে তাঁর আপ্ত সহায়ককে।

Advertisment

কয়লা পাচার মামলায় এর আগে তাঁর আসানসোলের বাড়িতে তল্লাশি অভিযান পর্যন্ত চালিয়েছিল সিবিআই। এমনকী তাঁর কলকাতার ফ্ল্যাটেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। কয়লা পাচার মামলাতেই ইডি তাঁকে বেশ কয়েকবার তলব করলেও হাজিরা এড়িয়েছেন রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক মলয় ঘটক। এবার ফের একবার মলয় ঘটককে তলব করেছে ইডি। আগামী ২৯ মার্চ দিল্লিতে আইনমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি।

শুধু মলয় ঘটকই নন, তাঁর আপ্ত সহায়ককেও এবার তলব করেছে ইডি। আগামী ২৩ মার্চ তাঁকে ইডির দিল্লির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গরু পাচার মামলার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডেরও তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। গত কয়েক বছরে বেআইনিভাবে কোটি-কোটি টাকার কয়লা পাচারের অভিযোগ উঠেছে। এই পাচারচক্রের সঙ্গে প্রভাবশালী একাধিক ব্যক্তির যুক্ত থাকার প্রাথমিক প্রমাণও রয়েছে ইডি ও সিবিআইয়ের কাছে।

আরও পড়ুন- নিরিবিলি এতল্লাট এককথায় অসাধারণ! কলকাতার খুব কাছে এই প্রান্তে ছোঁয়া যায় সুন্দরবন

কয়লা পাচার মামালায় এর আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তারই ভিত্তিতে পাওয়া তথ্য খতিয়ে দেখে আগেই ডেকে পাঠানো হয়েছিল আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা বর্তমানে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। তবে মলয় ঘটক তলবি নোটিশ পেয়েও হাজিরা দেননি। তাই এবার ইডি ফের তাঁকে ডেকে পাঠালেও তিনি যাবেন কিনা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, গরু পাচার মামলায় শত চেষ্টা করেও শেষমেশ তিহাড়বাস এড়াতে পারেননি বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশে আপাতত তিহাড় জেলেই বন্দি থাকতে হচ্ছে কেষ্টকে। গরু পাচার মামলায় গ্রেফফতার হওয়ার পর কিছুদিন আসানসোল সংশোধনাগারে থাকলেও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনও বর্তমানে তিহাড় জেলেই বন্দি রয়েছেন।

Mamata Banerjee ED Coal Smuggling Case
Advertisment