এবার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডির তলব। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৩০ মে ডেকে পাঠানো হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। সম্প্রতি তাঁর বেহালার বাড়ি, অফিস-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই তল্লাশিতে বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপরেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত ইডির আধিকারিকদের। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৩০ মে বেলা ১১টায় ডেকে পাঠানো হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে।
উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের কথায় সুজয়কৃষ্ণ ভদ্রের নাম উঠে আসে। এই ব্যক্তির সঙ্গে প্রভাবশালী একাধিক রাজনৈতিক নেতার যোগাযোগ আছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে টানা কয়েক ঘণ্টা ধরে ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। উদ্ধার হওয়া নথি সম্পর্কেও তাঁকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির কর্তারা।
আরও পড়ুন- কেন বিদ্রোহী ঘরে ফেরা তৃণমূল নেতা অর্জুন সিং? ‘ব্যাক গিয়ার’-এর অপেক্ষা!
তবে এবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত ইডির। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই ডেকে পাঠিয়েছিল 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআইয়ের পর এবার পালা ইডির। নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব ইডির। নিয়োগ কেলেঙ্কারিতে বড়সড় ভূমিকা থাকতে পারে এই ব্যক্তির, এমনই ধারণা কেন্দ্রীয় সংস্থার।
আরও পড়ুন- ‘আর কতদিন ওকে কোলে নিয়ে ঘুরবেন মমতা ব্যানার্জি?’ দিলীপের নিশানায় অভিষেক