নিয়োগ দুর্নীতি মামলা: মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র

শনিবার তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি।

শনিবার তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata ed raid update

কলকাতায় ফের ইডির হানা।

এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ডেকে পাঠাল ইডি। আগামী ২০ অক্টোবর ইডির দফতরে হাজিরার নির্দেশ এই মানিক ঘনিষ্ঠকে। শনিবার তাপস মণ্ডলের মণ্ডলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিপত্র, হার্ড ডিস্ক। ২০ অক্টোবর তাপস মণ্ডলকে তাঁর সংস্থর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় নথি ও তাঁর সম্পত্তির নথিপত্র নিয়ে দেখা করতে বলেছে ইডি।

Advertisment

মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠদের মধ্যে একজন তাপস মণ্ডল। মহিষবাথানে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন এই তাপস মণ্ডল। শনিবার মহিষবাথানের সেই সেন্টারে হানা দিয়েছিল ইডি। ওই সেন্টার থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও সেখান থেকে চাকরির বেশ কিছু আবেদনপত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রের।

আরও পড়ুন- অভিষেকের চোখের চিকিৎসা নিয়ে তথাগতর খোঁচা, পাল্টা জবাব কুণালের

Advertisment

মহিষবাথানে ওই টিচার্স ট্রেনিং সেন্টারটির বকলমে 'মালিক' মানিক ভট্টাচার্যই। এমনই দাবি ইডি সূত্রের। ওই সেন্টারে বসেই 'টাকার বিনিময়ে' সরকারি চাকরি 'বিক্রি'র বেআইনি কারবার চালিয়েছেন তাপস, এমনই অভিযোগ ইডির।

শনিবার তাপস মণ্ডলের ওই টিচার্স ট্রেনিং সেন্টারের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বারাসতে তাঁর বাড়িতেও হানা দেয় ইডি। সেখানে থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব নথির উপর ভিত্তি করেই এবার তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে দাবি, একাধিক জেলায় টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন এই তাপস মণ্ডল। সেই সেন্টারগুলি থেকেও টাকার বিনিময়ে সরকারি চাকরি 'বিক্রি'র কারবার চলত বলে দাবি ইডির।

ED Primary TET Manik Bhattacharya