'বিপদ' বুঝেই আইফোনের ডেটা ডিলিট? পুনরুদ্ধারে চোখ কপালে ED-র, তলব শান্তনুকে

কত গভীরে নিয়োগ দুর্নীতির শিকড়? জানতে মরিয়া ইডি।

কত গভীরে নিয়োগ দুর্নীতির শিকড়? জানতে মরিয়া ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
ed summoned tmc leader santanu banerjee in recruitment scam case

কুন্তল-শান্তনুর ফোন থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার ইডির।

নিয়োগ দুর্নীতি মামলায় আবারও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শান্তনুকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি আইফোন থেকে বহু তথ্য মুছে ফেলা হয়েছিল।

Advertisment

সেই সব তথ্য ফের পুনরুদ্ধার করতে পেরেছে ইডি। সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূল নেতাকে। অন্যদিকে, গ্রেফতার হওয়ার দিন কুন্তলের মোবাইল ফোন থেকেও বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছিল বলে দাবি ইডি সূত্রের। সেই তথ্য পুনরুদ্ধার করতে পেরেছে ইডি। তার ভিত্তিতেও আজ ফের এক দফায় জেরা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে।

কত গভীরে নিয়োগ দুর্নীতির শিকড়? জানতে মরিয়া ইডি। ইতিমধ্যেই যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে দফায়-দফায় জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল ছাড়াও হুগলির আর এক তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নিয়োগ দুর্নীতিতে ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই শান্তনু ও তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়দের সম্পত্তি, ব্যাঙ্ক ব্যালান্স খতিয়ে দেখছে ইডি।

Advertisment

আরও পড়ুন- রাজার মেজাজে ফিরছে শীত? ঠান্ডার লেটেস্ট আপডেট জেনে নিন

সূত্রের খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা দুটি আই ফোন থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছিল। একইসঙ্গে গ্রেফতারের দিন কুন্তল ঘোষের মোবাইল ফোন থেকেও তদন্তের কাজে লাগতে পারে এমন বহু তথ্য মুছে ফেলা হয় বলে ইডি সূত্রের দাবি। সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে পেরেছে ইডি। তাতেই চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের।

আরও পড়ুন- নিউ গড়িয়া-রুবি মেট্রো নিয়ে তোলপাড় ফেলা খবর, হঠাৎ এলেন রেলের শীর্ষ কর্তা

ইডি সূত্রের দাবি, শান্তুনু ও কুন্তলের ফোন থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ডেটাগুলিই ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল। সূত্রের আরও দাবি, ওই ডেটায় কোন প্রার্থীকে চাকরি দেওয়া হবে, কীভাবে চাকরি দেওয়া হবে তার উল্লেখ ছিল। এবার পুনরুদ্ধার করা তথ্যের ভিত্তিতেই একদিকে যেমন কুন্তলকে জেরা চলছে, তেমনই শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও ফের একবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। এর আগেও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই জিজ্ঞাসাবাদেও একাধিক তথ্য মিলেছিল।

cbi West Bengal ED Recruitment Scam WB SSC Scam