scorecardresearch

দু’দফায় টাকা পাঠিয়েছিলেন কুন্তল, কেন? তলব পেয়েই ED-র দফতরে অভিনেতা বনি সেনগুপ্ত

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার টলিউড অভিনেতাকে জিজ্ঞাসাবাদ ইডির।

Ed summoned actor Bony Sengupta
অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ ইডির।

নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এবার টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতাকে জিজ্ঞাসাবাদ ইডির। তলব পেয়ে বৃহস্পতিবার সকালেই ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে ছুটে যান টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ ইডির। ইডি সূত্রের দাবি, কুন্তলের ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মেলে। তারই মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে অভিনেতা বনি সেনগুপ্তর অ্যাকাউন্টেও বিপুল অঙ্কের টাকা ট্রান্সফারের তথ্য মেলে। পরপর দু’বার বনির অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কুন্তল। কীসের ভিত্তিতে কুন্তল বনিকে টাকা দিয়েছিলেন? সেই তথ্য জানতে এবার বনিকেই সরাসরি জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার আরও বিস্ফোরক তথ্য হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চাকরি বিক্রির টাকা নাকি টলিউডেও খাটানো হয়েছে, এমনই দাবি ইডি সূত্রের। ইডি সূত্রের আরও দাবি, তদন্তে নেমে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পর্কের কথা জানা গিয়েছে। এমনকী কুন্তলের সঙ্গে নাকি বনির টাকার লেনদেন হয়েছে বলেও জানতে পারে ইডি। কুন্তলের সঙ্গে এই টাকার লেনদেন নিয়েই এবার সরাসরি বনির মুখ থেকেই যাবতীয় তথ্য জানতে চান তদন্তকারীরা।

আরও পড়ুন- ফের কলকাতায় ‘যকের ধন’, টাকার পাহাড় কার? পিছনে কারা? জানলে চমকে উঠবেন!

ইডির তলব পেয়ে বৃহস্পতিবার সকালেই অভিনেতা বনি সেনগুপ্ত হাজিরা দেন। যদিও সংবাদমাধ্যমে বনির বাবা দাবি করেছেন, কুন্তল ঘোষ বনিকে সরাসরি টাকা দেননি। ছবির অ্যাডভান্স হিসেবে ওই টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন কুন্তল। সেই টাকায় বনি বিলাসবহুল গড়ি কিনেছেন বলেও দাবি।

আরও পড়ুন- Adenovirus: আতঙ্কের আবহে প্রাণ গেল আরও এক খুদের, বিসি রায়ে শিশুদের ‘মৃত্যু-মিছিল’

তবে ইডি এব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চায়। এদিন বনি সেনগুপ্তকে কুন্তল ঘোষের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। বনি ছাড়াও টলিউডের আরও দুই অভিনেতাও ইডির স্ক্যানারে রয়েছেন। তাদেঁরও ডাকা হতে পারে বলে ইডির সূত্রের খবর। ওই দুই অভিনেতার সঙ্গেই কুন্তলের সম্পর্ক থাকার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা, এমনই খবর সূত্রের।

আরও পড়ুন- বিতর্কের মাঝেই দলে পুরস্কৃত কৌস্তভ বাগচী, কংগ্রেসের বড় দায়িত্বে আইনজীবী-নেতা

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ed summoned tollywood actor bony sengupta