Advertisment

কলকাতা নয়, মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীকে সুদূর দিল্লি ডেকে পাঠাল ইডি

রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে দিল্লিতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

author-image
IE Bangla Web Desk
New Update
ed summoned malay ghatak in coal smuggling case

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার রাজ্যের আইনমন্ত্রীকে ডেকে পাঠাল ইডি। কলকাতায় নয়, দিল্লির সদর দফতরে তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। আগামী ১৯ জুন কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে সদর দফতরে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে, আগামী ৮ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করেছে ইডি।

Advertisment

এর আগে রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে কয়লা পাচার মামলায় ডাকলেও তিনি সময় দিতে পারেননি। তবে এবার ফের একবার তলব করা হল আসানসোল উত্তর কেন্দ্রের জোড়াফুল বিধায়ককে। তবে এবার দিল্লির সদর দফতরে মলয় ঘটককে তলব করেছে ইডি। আগামী ১৯ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই তলবেও তিনি যাবেন কিনা স্পষ্ট নয়।

এদিকে মলয় ঘটককে ইডির তলব নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে। 'কলকাতায় দফতর থাকা সত্ত্বেও কেন তাঁকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি?' সংবাদমাধ্যমে এই প্রশ্ন তুলেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 'দুর্নীতি না করলে ভয় কীসের?', তৃণমূলেক পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার।

অন্যদিকে, এদিনই তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও। আগামী ৮ জুন রুজিরাকে কলকাতার দফতরে তলব করেছে ইডি। রুজিরাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কয়লা পাচার মামলার জেরেই এই সমন।

Enforcement Directorate ED Coal Smuggling Case malay ghatak
Advertisment