'সাহেব' অভিষেককে আগামী মঙ্গলবার তলব করেছে ইডি। তা নিয়ে কী মত 'কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের? তা জানতেই শনিবার জোকার ইএসআই হাসপাতালে হাজির হয়েছিল সাংবাদিকরা। দুপুর গড়াতেই দেখা যায় মুখে মাস্ক, পেতে আঁচড়ানো চুলের তিনি হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে আসছেন। সেই সময় 'কালীঘাটের কাকু'কে ঘিরে জটলা। সাংবাদিকরা সেই সময় 'কাকু'কে জিজ্ঞেস করেন, আজ তো আবার রাহুল বেরাকে ডেকেছে! জবাবে গলা খেঁকিয়ে তিরিক্ষি মেজাজে সুজয়কৃষ্ণ বলেন 'তাতে আপনার কী?'
এরপর সাংবাদিকদের একের পর প্রশ্নের উত্তরে কালীঘাটের কাকু বলেন, '২০০৮ সাল থেকে আমি কাজ করছি। সব হিসাব আমি ইডিকে দিয়েছি। সব কাগজ দিয়েছি।' তাঁর অ্যাকাউন্টে নাকি দু’কোটি টাকার হদিশ পেয়েছে ইডি? জবাব চড়া গলায় 'কাকু' বলেন, 'তাতে আপনার কী আর ইডির কী? আদানি, আম্বানিদের কত টাকা আছে?'
রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ার নাকি 'কালীঘাটের কাকু'র মোবাইল ফোন থেকে সব তথ্য মোছার কাজ করেছিলেন, দাবি করেছে ইডি। শুক্রবারই রাহুলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জানা গিয়েছে, রাহুল বেরা নাকি জেরায় বহু তথ্য খোলসা করেছেন। এ নিয়ে সাংবাদিকরা এদিন 'কাকু'কে প্রশ্ন করেন যে, রাহুল তো অনেক কিছু বলে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। জবাবে সুজকৃষ্ণ বলেছেন, 'যা ইচ্ছে বলুক।'
এবার উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-র তলব প্রসঙ্গ। গাড়িতে উঠতে উঠতে তেজের সঙ্গে 'কাকু' বলেন, 'অভিষেককে তলব করে কোনও লাভ হবে না।'
গত বৃহস্পতিবারের ইডি তলব নিয়ে নদিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, সময় অপচয় তিনি করতে পারবেন না। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পর ইডি-র তলব নিয়ে তিনি ভেবে দেখবেন।