পুজো শেষ হতে না হতেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। জন্মদিনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরার নোটিস পাঠাল ইডি। তৃণমূল সূত্রে খবর, এবার ইডি দফতরে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি থাকার জন্য হাজিরা দেননি অভিষেক। তার পর গত ৯ অক্টোবর তাঁকে ফের তলব করে ইডি। সে বারও হাজিরা দেননি অভিষেক। গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন অভিষেক। তার পর পুজোপর্ব মিটতেই আবার ইডির তলব পেলেন অভিষেক।
এদিকে, মঙ্গলবার তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ডে’র জন্মদিন ছিল। ৩৭-য়ে পা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এহেন নেতার জন্মদিনে উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা। সমাজ মাধ্যমে চরম হইচই। বেলা গড়াতেই অভিষেকের হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন দলের অতি উৎসাহী কর্মী, সমর্থকরা। হাতে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা লেখা প্ল্যাকার্ড।
আরও পড়ুন জন্মদিনে জনতার মাঝে ‘যুবরাজ’ অভিষেক, শুভেচ্ছার স্রোতে ভেসে কী কী করলেন?
একই ছবি কালীঘাট অঞ্চলজুড়ে। কালীঘাটের চারধারে বাড়ে পুলিশি পাহারা। দুপুর গড়িয়ে বিকেল, জনতার এই উন্মাদনা দেখে আর বাড়িতে বসে থাকেননি ‘যুবরাজ’। নেমে আসের রাজপথে। সঙ্গী তাঁর পুত্র ও কন্যা।
এখানেই শেষ নয়, ভিড়ের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে অভিষেক যেতেই তাঁর হাতে ধরানো হল বার্থ-ডে কেক। যা দেখে একমুখ হাসি বার্থ-ডে বয়ের। সেই কেক কাটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখেও দিলেন এক টুকরো। আর জন্মদিনের দিনই ইডি সমন পাঠাল অভিষেককে।