Advertisment

TMC Enforcement Directorate: হঠাৎ সক্রিয় ইডি, এবার তলব মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রীকে!

Chit Fund Case: অভিযোগ, লগ্নিকারীদের থেকে সেবি-র অনুমতি ছাড়াই ১৯১৬ কোটি টাকা তুলেছিল অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি। এই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেফতার করেছিল ইডি। সেই সূত্রেই, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
ed summons to minister chandranath sinha in job scam case before lok sabha election 2024, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি সমন শিক্ষায় চাকরি দুর্নীতি মামলা

TMC: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Alchemist Chit Fund Case TMC: অ্যালকেমিস্ট চিট ফাণ্ড তদন্তে সক্রিয় ইডি। গত সোমবারই এই সংক্রান্ত তদন্তে বিজেপি বিধায়ক মুকুল রায়কে তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে জিজ্ঞাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার নজরে তৃণমূলের কোষাধ্যক্ষ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই বিদ্যুৎ মন্ত্রীর কাছে ইডি-র সমন পৌঁছেছিল। তবে তলব পেতেই ইডির কাছে সময় চেয়ে নেন তৃণমূলের এই শীর্ষ নেতা। আবেদন বিবেচনা করার কথা জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Advertisment

ইডি সূত্রে খবর, ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে এই তলব করা হয়েছে তৃণমূলের কোষাধ্যক্ষকে।

আরও পড়ুন- Sandeshkhali Case: এবার কাদের সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের?

অ্যালকেমিস্ট চিট ফান্ডের নথি ও অ্যাকাউন্টের হিসেব খতিয়ে দেখার সময় এমন লেনদেনের হিসেব দেখা যায় যা চিটফান্ড সংক্রান্ত কোনও কাজের জন্য় খরচ হয়নি। সেই হিসেব সংক্রান্ত নথি সামনে রেখেই তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

এই তলব প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'অ্য়ালকেমিস্ট মামলায় সবার আগে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।' পাল্টা রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'আইনকে আইনের পথেই চলতে দেওয়া উচিত। মিঠুনের বিরুদ্ধে অভিযোগ জানলে তৃণমূল নেতৃত্বের উচিত আদালতে প্রমাণ দাখিল করা।'

আরও পড়ুন- Mamata Banerjee: ফুঁসছে সন্দেশখালি, তার মধ্যেই জেলায় গিয়ে বড় হুঙ্কার মমতার!

অভিযোগ, লগ্নিকারীদের থেকে সেবি-র অনুমতি ছাড়াই ১৯১৬ কোটি টাকা তুলেছিল অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি। এই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেফতার করেছিল ইডি। সেই সূত্রেই, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে সম্প্রতি সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে শারীরিক অসুস্থতার কারণে গত সোমবার তাঁর বাড়িতে গিয়ে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

Enforcement Directorate Arup Biswas mukul roy chit fund tmc
Advertisment