ED Summon: আরও মরিয়া ED, মমতার আরও এক মন্ত্রীকে তড়িঘড়ি তলব

Enforcement Directorate: স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ ইডি সূত্রে দাবি করা হয়, ওই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু নগদ টাকাই নয়, চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা৷

Enforcement Directorate: স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ ইডি সূত্রে দাবি করা হয়, ওই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু নগদ টাকাই নয়, চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা৷

author-image
IE Bangla Web Desk
New Update
ed summons to minister chandranath sinha in job scam case before lok sabha election 2024, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি সমন শিক্ষায় চাকরি দুর্নীতি মামলা

TMC: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ED Summons To Minister Chandranath Sinha: গত শুক্রবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ ইডি সূত্রে দাবি করা হয়, ওই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু নগদ টাকাই নয়, চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা৷ এবার এই মন্ত্রীকে তলব করল ইডি। বুধবারই চন্দ্রনাথ সিনহাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisment

কেন এই তলব? ইডি সূত্রের খবর, মন্ত্রী কেন নিজের বাড়িতে এত বিপুল পরিমাণ নগদ টাকা রেখেছেন, সে নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি৷ তিনি নাকি বাড়িতে টাকা রাখা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি৷ ফলে ওই টাকার উৎস জানতেই সম্ভবত মন্ত্রী চন্দ্রনাথকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইডির তল্লাশি শেষে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ। তিনি বলেছিলেন, 'ইডি নিজের কাজ করেছে। আমি তদন্তে সহযোগিতা করেছি। এ নিয়ে আর কিছু বলব না।' টাকা উদ্ধার প্রসঙ্গে বলেছিলেন, 'কী উদ্ধার হয়েছে, না-হয়েছে, সে সব ইডি দাবি করছে। আমি কিছু বলব না এ সব নিয়ে।'

ইডি অবশ্য নোটিসে জানিয়েছে, মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে সিজিও-তে পাঠালেও চলবে। সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহা তাঁর প্রতিনিধি মারফৎ প্রয়োজনীয় নথি ইডি দফতরে পাঠাবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন।

আরও পড়ুন- Abhijit Ganguly-Rekha Patra: কেন তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বসিরহাটে রেখা পাত্র বিজেপি প্রার্থী? কারণ বললেন শুভেন্দু

Enforcement Directorate WB SSC Scam tmc chandra nath sinha Recruitment Scam