Advertisment

আচমকা ৬০৩ শিক্ষকের বদলি নির্দেশ স্থগিত, কারণ ঘিরে তুমুল ধোঁয়াশা!

শিক্ষক বদলির নির্দেশ জারি করেও পিছিয়ে এল রাজ্যের স্কুল শিক্ষা দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
education department suspended the transfer order of 603 teachers

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফাইল ছবি।

শিক্ষক বদলির নির্দেশ জারি করেও পিছিয়ে এল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আপাতত রাজ্যের ৬০৩ শিক্ষকের বদলি নির্দেশ কার্যকর করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে শিক্ষা দফতরের তরফে ওই ৬০৩ শিক্ষকের বদলি নির্দেশ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে রাজ্যের এই ইউ-টার্ন তা অবশ্য জানা যায়নি।

Advertisment

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তুমুল বিতর্ক ও অন্যদিকে ডিএ-র দাবিতে আন্দোলন চলার মাঝেই আচমকা রাজ্যের ৬০৩ শিক্ষকের বদলি নির্দেশ দেয় স্কুল শিক্ষা দফতর। সরকারের তরফে এই নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। ডিএর দাবিতে কলকাতায় আন্দোলনকারী শিক্ষকদের বেছে বেছে বদলি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন- শক্ত চোয়ালে কঠিন লড়াই! গেরুয়া ঝাণ্ডায় সবুজ-ঝড় ঠেকাতে প্রত্যয়ী পঁচাশির উমারাণী

এমনকী বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এব্যাপারে রাজ্যের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামিকাল হওয়ার কথা। তবে এবার আগের বদলি নির্দেশ স্থগিত করল স্কুল শিক্ষা দফতর।

West Bengal TEACHERS Education department
Advertisment