Advertisment

ব্যথায় কাবু, প্রচারে যাওয়ার পথে বন্দে ভারত থেকে নেমেই এক ছুটে মেডিক্যালে মন্ত্রী

এখন কেমন আছেন বাংলার মন্ত্রী?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
education minister bratya basu was treated at malda medical college and hospital for toothache , ব্যথায় কাবু, প্রচারে যাওয়ার পথে বন্দে ভারত থেকে নেমেই এক ছুটে মেডিক্যালে মন্ত্রী

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে যাওয়ার পথেই আচমকা দাঁতের ব্যথায় কাতর রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত বসু। প্রচারের বদলে মন্ত্রী তাই তড়িঘড়ি চিকিৎসার জন্য ছুটে গেলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Advertisment

পঞ্চায়েত ভোটর প্রচারে মঙ্গলবার প্রথমে মালদায় পৌঁছান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আচমকার মন্ত্রীকে মালদা মেডিকেল কলেজে দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। মন্ত্রী চিকিৎসা করাতে এসেছেন শুনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। বেশ কিছুক্ষণ ধরে চলে মন্ত্রীর চিকিৎসা। কিছুটা সুস্থ হওয়ার পর অবশেষে মালদা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা করিয়ে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্য সড়কপথে রওনা দেন মন্ত্রী ব্রাত বসু।

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে চেপে মালদায় পৌঁছান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু। হঠাৎই তিনি বাঁ দিকের চোয়ালের দাঁতে ব্যথা অনুভব করেন। ফলে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে না গিয়েই চিকিৎসার জন্য তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানেই মন্ত্রী চিকিৎসা করিয়ে সুস্থ হন।

publive-image
মালদা মেডিক্যালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেন, 'ফারাক্কা পার হওয়ার পর থেকেই দাঁতে চরম ব্যথা অনুভব করছিলাম। মালদায় ট্রেন পৌঁছাতেই সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাই। সেখানে চিকিৎসা করিয়ে ব্যথা অনেকটাই কমে গিয়েছে। মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। সাধারণ রোগীদের মত আমিও এদিন মেডিকেল কলেজে এসে চিকিৎসা করিয়েছি।'

এদিকে মেডিকেল কলেজে উপস্থিত রোগীর আত্মীয়দের বক্তব্য , নার্সিংহোমের ওপর নির্ভর না করে রাজ্যের একজন মন্ত্রী চিকিৎসা করাতে মালদা মেডিকেল কলেজে এসেছেন, এটা দেখে খুবই ভালো বিষয়। মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থায় যে আধুনিক হয়েছে ও উন্নত হয়েছে, ভালো চিকিৎসক আছেন তা মন্ত্রীর উপস্থিতিতেই এদিন প্রমাণিত।

মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থপ্রতিম মুখার্জি জানিয়েছেন, দাঁতের ব্যথা নিয়ে মন্ত্রী এসেছিলেন। তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। চিকিৎসার পর তাঁর দাঁতের ব্যথা কমে গিয়েছে।

panchayat election 2023 Malda medical College Maldah bratya basu
Advertisment