Advertisment

'এক ডাকে অভিষেক', ফের চমকে দেওয়া 'ডায়মন্ড' মডেল সাংসদের

১৯য়ের লোকসভা ভোটে ফল খারাপ হয়েছিল তৃণমূলের। এরপরই চালু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি। সেই ধাঁচেই এবার নয়া মডেল।

author-image
IE Bangla Web Desk
New Update
ek dake abhishek tmc mp abhishek banerjees helpline for diamond harbour, এক ডাকে অভিষেক

রাস্তায় রাস্তায় পড়েছে হোডিং।

ডায়মন্ড হারবার মডেল হইচই ফেলেছিল। আবারও চমকের অপেক্ষায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোন ঘোরালেই মিলবে সাংসদকে, জানানো যাবে সমস্যার কথা। ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দাদের জন্য এবার এই সুবিধা আনলেন অভিষেক। নয়া এই মডেলের নাম 'এক ডাকে অভিষেক।'

Advertisment

টোল ফ্রি হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭-য়ে ফোন করলেই মিলবে সমস্যা সমাধান। ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার মানুষই এই সুবিধা পাবেন। আগামী ২ বছরের জন্য এই হেল্পলাইন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ডায়মন্ড হারবারের কোনও মানুষের অভাব, অভিযোগ বা পরামর্শ থাকলে এই মন্বরে ফোন করবেন। আমি সকলের কথা শুনবো। প্রয়োজনে ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।'

১৯য়ের লোকসভা ভোটে ফল খারাপ হয়েছিল তৃণমূলের। এরপরই চালু হয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি। যা সাড়া ফেলে দিয়েছিল। বহু মানুষ এই কর্মসূচির দ্বারা উপকৃত। সেই সাফল্য বিবেচনা করেই এবার 'দিদিকে বলো'র ধাঁচে নিজের সংসদীয় এলাকায় তৃণমূল সাংসদ 'এক ডাকে অভিষেক' কর্মসূচির সূচনা করলেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডায়মন্ড হারবার বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। আবার এই কেন্দ্রের সাংসদ খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই লোকসভা ভোটের দু'বছর আগে থেকেই জনসংযোগের কাজে জোর দিতে মরিয়া জোড়া-ফুল শিবির। 'এক ডাকে অভিষেক' মডেল তারই অঙ্গ।

সংসদ সদস্য হিসাবে এ দিনই ৮ বছরের পূর্ণ হল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টুইটে তিনি লিখেছেন, 'একজন সংসদ সদস্য হিসেবে আমি আজ ৮ বছর পূর্ণ করছি। আমি কৃতজ্ঞ, আনন্দিত এবং ঋণী। ডায়মন্ড হারবার আমাকে ভালবাসা এবং সমর্থন থেকে শক্তি এবং সাহস সব কিছু দিয়েছে। আমি বিনীতভাবে 'নিশব্দ বিপ্লব' পেশ করছি, নীরব বিপ্লবের প্রতি শ্রদ্ধা, যা আমি আমার নির্বাচনী এলাকায় আনতে চাই।'

abhishek banerjee Diamond Harbour tmc
Advertisment