/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/ekdalia-evergreen-puja-carnival.jpg)
একডালিয়ার এবারের দুর্গা প্রতিমা।
এ বছর রেড রোডের বর্ণাঢ্য পুজো কার্নিভালে অংশ নিচ্ছে না শহরের নামজাদা একডালিয়া এভারগ্রিন।
কিন্তু, কেন? একডালিয়ায় এবার পুজো হয়েছে। ভক্ত সমাগমও ছিল আগের মতই নজরকাড়া। কিন্তু তাও কিছুটা অন্যরকম পরিবেশ। ছিলেন না পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুব্রত মুখোপাধ্যায়। মন খারাপ উদ্যোক্তাদের।
পুজো কমিটির সম্পাদক গৌতম মুখোপাধ্যায়ের কথায়, 'পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুব্রত মুখোপাধ্যায় নেই। তাই এ বছর আমরা কোনও অনুষ্ঠানই সেইভাবে পালন করিনি। প্রথম থেকেই আমরা জানিয়েছিলাম যে উৎসবে অংশ নেব না। কেবলমাত্র রীতি মেনে দুর্গাপুজো করা হয়েছে। সুব্রতদা নেই, তাই আমাদের কারওই মন ভালো নেই। ফলে পুজো কার্নিভ্যালেও আমরা অংশ নিচ্ছি না।'
একডালিয়া পুজো উদ্যোক্তারা আগেই এ বছরের পুজো কার্নিভালে তাদের প্রতিমা পাঠাবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়েছিলেন। একাদশীর রাতে বাবুঘাটে নিরঞ্জন হয়েছে একডালিয়ার মাতৃপ্রতিমা।