Governor CV Ananda Bose Not To Go Coochbehar On Election Day: প্রথম দফায় কোচবিহার সহ উত্তরবঙ্গের তিন আসনের ভোটে রাজ্যপাল সিভি আনন্দ বোস সারাদিন কোচবিহার থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অশান্তির আশঙ্কায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনুমান। তবে, এই বিষয়ে হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যপালকে ভোটের দিন কোচবিহার যেতে নিষেধ করা হয়েছে বলে সূত্রের খবর।
কোচবিহারে উদয়ন-নিশীথের দ্বন্দ্ব সকলের জানা। ভোট আহবে এবারও তার খামতি ছিল না। বুধবার প্রথম দফা ভোটের প্রচারের শেষ দিনও উত্তপ্ত হয় কোচবিহার।
আরও পড়ুন- Mamata Banerjee: ফাঁপড়ে মমতা? বড় অভিযোগ করে বিজেপির নালিশ কমিশনে!
এসবের মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজ্যপাল কোচবিহারের জন্য রওনা হবেন বলে খবর ছড়ায়। তিনি ফিরতেন ভোট শেষের পর। কিন্তু তার আগেই নির্বাচন কমিশনের তরফে তাঁকে জানানো হয়, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধি ভাঙার আওতায় পড়বে। তাই তাঁকে শুক্রবার রাজ্যপালকে কোচবিহার যেতে নিষেধ করা হয়।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে ওই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।