Election Commission censures Dilip Ghosh: বেজায় বিপাকে BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে দিন কয়েক আগেই বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) করল কঠিন পদক্ষেপ। এছাড়াও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের (Supriya Shrinate) বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কমিশন।
দিলীপ ঘোষকে সেন্সর (censure) করল জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয়টি চিঠি দিয়ে কমিশনের তরফে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (Jp Nadda) জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে দিলীপ ঘোষ তাঁর এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন সেব্যাপারে চিঠিতে উল্লেখ করেছে কমিশন।
উল্লেখ্য, দিন কয়েক আগেই দিলীপ ঘোষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু 'আপত্তিকর' মন্তব্য করেছিলেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, "উনি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।"
আরও পড়ুন- Dev: কেন রাজনীতি ছাড়তে চেয়েছিলেন? রাখঢাক না রেখে বলেই ফেললেন দেব
তাঁর এই মন্তব্যে তুমুল সমালোচনা হলে দুঃখপ্রকাশও করেন দিলীপ। দলের তরফে দিলীপ ঘোষকে তাঁর এই মন্তব্যের জন্য শোকজ করা হয়েছিল। তবে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে নালিশ জানিয়েছিল তৃণমূল। তারপরেই এবার দিলীপ ঘোষকে সেন্সর করেছে জাতীয় কমিশন।
এছাড়াও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও একইভাবে সেন্সর করেছে কমিশন। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে শ্রীনাতের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে একটি মন্তব্য পোস্ট করা হয়েছিল। যা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়। কঙ্গনা এবারের লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন- Exclusive: আশ্বাসে আর মন গলে না! হাজারো উপেক্ষা সয়ে এযেন ‘মুক্তিযুদ্ধ’ জারি বাংলার এই প্রান্তে!
যদিও তাঁর পোস্ট নিয়ে সমালোচনা হওয়ার পরপরই শ্রীনাতে তাঁর সমস্ত সামাজিক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত মন্তব্যগুলি সরিয়ে দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ওই পোস্ট তিনি করেননি। তাঁর অ্যাকাউন্টে অ্যাক্সেস ছিল এমন অন্য কেউ পোস্টগুলি করেছিলেন।
আরও পড়ুন- LPG Price Cut: ভোটের মুখে বাম্পার স্ট্রোক মোদী সরকারের! এক ধাক্কায় গ্যাসের দাম কত কমল জানেন?