New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/abhijit-ganguly-speech-in-siliguri.jpg)
Abhijit Gangopadhyay: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Abhijit Gangopadhyay: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Abhijit Gangopadhyay: তমলুকের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রকাশ্য সভামঞ্চ থেকে বেশ কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। তারই জেরে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ কমিশনের।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না, এমনই নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে সেই সময়সীমা। আজ বিকেল ৫ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নির্বাচন নিয়ে কোনও ধরনের প্রচারে অংশ নিতে পারবেন না প্রাক্তন বিচারপতি, এমনই কঠিন নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এবিষয়ে তমলুকে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাঁকে নজিরবিহীন কটাক্ষ করেছেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবিষয়ে বলেছেন, "নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্ত নিয়ে বলব না। মমতা ব্যানার্জির উপরে নিষেধাজ্ঞা চাপানো উচিত কমিশনের। সন্দেশখালির মা-বোনেদের যে ভাষায় তাঁদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে ২ হাজার টাকা রেট। সেক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? মমাতা ব্যানার্জি ও তার ভাইপোর বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটা সেলাই করা। ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনের সব সন্ন্যাসীরা খারাপ? গেরুয়া বসন পরলেই সব খারাপ? এসব কথা বললেও কমিশন চুপ করে দেখবে? কী ভাষায় বলেছে মহিষাদলে এসে বাপ-ব্যাটা, গদ্দার। নির্বাচন কমিশন তখন ঘুমোয়?"
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন বলেছেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যদি নির্বাচন কমিশনের মনে হয় এটা কারও সম্ভ্রমে আঘাত লেগেছে, কারও আবেগকে আহত করেছে তাহলে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা প্রথমে যেটা বলেছিলাম, তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ তিনি কোনওদিন কোনও মহিলাকে সরাসরি আক্রমণ করবেন বিষয়টা এমন নয়।"