Advertisment

উপ-নির্বাচনের মুখে সাগরদিঘির ওসি-কে সরাল কমিশন

বিরোধীদের লাগাতার অভিযোগে রজেরে শেষমেশ তৎপরতা নির্বাচন কমিশনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission has removed the OC of Sagardighi ps

সাগরদিঘি উপ-নির্বাচনের আগে বড় পদক্ষেপ কমিশনের।

উপনির্বাচনের মাত্র কয়েকদিন আগে মুর্শিদাবাদের সাগরদিঘির ওসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলার বাইরের কোনও পুলিশ অফিসারকে সাগরদিঘি থানার ওসি পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। সাগরগদিঘির ওসি অভিজিৎ সরকারের নামে এর আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রীতিমতো চিঠি লিখে সাগরদিঘি থানার ওসির নামে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন। এরই পাশাপাশি বিজেপির তরফেও ওসি-র বিরুদ্ধে শাসকদলের অঙ্গুলীহেলনে চলার অভিযোগ এনেছিল।

Advertisment

আগামী সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ-নির্বাচন। সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর আসনটি খালি হয়। উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাজ্যের শাসকদলের হয়ে এবার সাগরদিঘি কেন্দ্র থেকে লড়ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন দিয়েছে বামেরা। বিজেপি দিলীপ সাহাকে প্রার্থী করেছে।

আরও পড়ুন- হস্টেল সুপারের ব্যাপক মারে ৪ ছাত্রীর হাত ভাঙল-কানের পর্দা ফাটল, তুমুল উত্তেজনা

এমনিতেই মাধ্যমিক পরীক্ষা চলার জেরে সাগরদিঘিতে ভোটের প্রচার বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। তবে থানার ওসি অভিজিৎ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিরোধীদের। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগে জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও তাঁদের বসিয়ে রেখে দিচ্ছেন ওসি। এলাকায় ঘুর-ঘুরে রুটমার্চ করানো হচ্ছে না বাহিনীকে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাগরদিঘির ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি পর্ন্ত দিয়েছিলেন। উপর্যুপরি নালিশ পেয়ে এবার সাগরদিঘির ওসিকে অপসারণ নির্বাচন কমিশনের।

election commission West Bengal Election
Advertisment