Advertisment

Lok Sabha Election 2024: বাংলায় তুখোড় অ্যাকশন স্টার্ট কমিশনের! এই ৪ কেন্দ্রে তুলকালাম নজরদারির ইস্পাতকঠিন নির্দেশ!

Lok Sabha Election 2024-Election Commission of India: গতকালই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার বাংলায় ৭ দফায় লোকসভা ভোট হবে। ২০১৯ সালেও এরাজ্যে ৭ দফাতেই নির্বাচন হয়েছে। এবছর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
DM of 4 District in WB transferred before lok sabha election 2024

Lok Sabha Election 2024: ভোটের মুখে ফের দুরন্ত পদক্ষেপ কমিশনের।

Lok Sabha Election 2024: কালো টাকার 'স্বর্গরাজ্য' মালদা? উত্তরবঙ্গের এই জেলার মোট চারটি বিধানসভা কেন্দ্রকে খানিকটা এমনই ঢঙে চিহ্নিত করা হয়েছে। ভোট পর্বে এই কেন্দ্রগুলিতে কালো টাকার (Black Money) দেদার কারবার রুখতে খোদ নির্বাচন কমিশন (Election Commission of India) এব্যাপারে চূড়ান্ত তৎপরতা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে।

Advertisment

নির্বাচন পর্বে দক্ষিণ মালদা (Maldaha Dakshin) লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। শনিবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন মালদার (Malda) জেলাশাসক নীতিন সিংহানিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাকে চিহ্নিত করেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের এরাজ্যে এমন নির্দেশিকা কার্যত নজিরবিহীন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং ফরাক্কা এই চারটি বিধানসভা কেন্দ্রে কালো টাকার কারবার রুখতে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এই এজেন্সিগুলির মধ্যে রয়েছে আয়কর দফতর, ED।

এই প্রথম লোকসভা নির্বাচনের মধ্যে মালদা জেলায় কালো টাকার লেনদেন ইস্যুতে দক্ষিণ এই চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাতে চলেছে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী এজেন্সি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে চারটি বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্য ইংরেজবাজার এবং সুজাপুর বিধানসভা কেন্দ্রটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: ‘প্রার্থী হবেন না, সরে দাঁড়ান’, অভিজিৎ গাঙ্গুলিকে এমন অনুরোধ কার? জানলে চমকে যাবেন!

বাকি দুটি বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি এবং ফরাক্কা কেন্দ্রটি ঝাড়খন্ড (Jharkhand) রাজ্যের সীমানাবর্তী। বিভিন্ন সময়ে জেলা পুলিশ এবং প্রশাসন অপরাধ দমনে অভিযান চালিয়ে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ব্রাউন সুগার, পাচারের পথে গরু এবং জাল টাকা মূলত এই বিধানসভাগুলি থেকেই থেকেই উদ্ধার করেছে।

একাধিক দুষ্কৃতী এই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই এবার ইংরেজবাজার, সুজাপুর, ফরাক্কা, মোথাবাড়ি, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালানোর ব্যাপারে তৎপরতা নিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- lok sabha election 2024: জমজমাট রবিবাসরীয় ভোট প্রচার! জনতা জনার্দনের মন পেতে প্রার্থীদের তাকলাগানো সব ‘স্ট্র্যাটেজি’!

মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী মালদার চারটি বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চারটি বিধানসভা কেন্দ্র হল ইংরেজবাজার, মোথাবাড়ি, ফারাক্কা এবং সুজাপুর। যেখানে বেআইনি মাদক পাচার সহ কালো টাকার অপব্যবহারের একটা অভিযোগ রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তদন্তকারী এজেন্সি তদারকি চালাবে।

তিনি বলেন, "এই নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছেছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন চলা পর্যন্ত সেই কাজ আমরা করে যাব। যে কোনও ধরনের অপরাধ দমনে জাতীয় নির্বাচন কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন কমিশন ভোট গ্রহণ করার ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ নিতে তৎপর।"

আরও পড়ুন- Dilip Ghosh on TMC: ‘কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি-গাড়ি হল কী করে’, তৃণমূলকে ‘দুচ্ছাই’ দিলীপের!

এদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদায় দুটি লোকসভা কেন্দ্রে ৭ মে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ৪ জুন ভোট গণনা হবে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের পলিটেকনিকে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা কলেজে এবারে ভোট গণনা হবে। মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ৩১ লক্ষ ৫২ হাজার ৩৪৭। ইতিমধ্যেই সাত কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদায় এসে পৌঁছেছে। ৬৪ টি ফ্লাইং স্কোয়াড টিম কাজ শুরু করেছে। ৩০৮৮টি পোলিং স্টেশন রয়েছে মালদা জেলায়। যার মধ্যে তিনটি অক্সিলারি পোলিং স্টেশন রয়েছে।

নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ জানাতে ১৯৫০ টোল ফ্রি নম্বরে ডায়াল করা যেতে পারে। এবারের লোকসভা নির্বাচনে মোট ২৬১টি সেক্টর থাকছে মালদায়। প্রতিটি সেক্টরের অন্তর্ভুক্ত ১০ থেকে ১২টি পোলিং স্টেশন থাকবে। মোট ২১৩৭টি লোকেশনে ৩০৮৮টি পোলিং স্টেশন রয়েছে।

Maldah West Bengal election commission loksabha election 2024
Advertisment