Lok Sabha Election 2024: গত শনিবারই লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেদিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এর ৪৮ ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ করল কমিশন।সরিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে।
নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেও আইপিএস রাজীব কুমার যুক্ত থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
গত ডিসেম্বরে 'বিতর্কিত' আইপিএস রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। প্রশ্ন উঠেছিল কেন এই বিতর্কিত আইপিএস-কে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। এরপরই ঘটে যায় সন্দেশখালি কাণ্ড। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর দেখা গেল নিয়োগের মাত্র তিন মাসের মধ্যেই রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে রাজীব কুমার ছাড়াও ছাড়া অপসারণ করা হয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকে।
জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজি পদে নতুন নিয়োগের জন্য বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারকে তিনটি নাম পাঠানোর কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপাতত রাজীব কুমারের ঠিক নীচের পদে থাকা পদাধিকারী ডিজির দায়িত্ব সামলাবেন।
২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের রোজকার কাজ দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকেও গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তাঁর বিরুদ্ধে সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীবকে। সে বছরের ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্না দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই দাবি করেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা-সহ সমস্ত অর্থ লগ্নি সংস্থার টাকা ও সুবিধা কারা ভোগ করেছিলেন সে বিষয়ে তদন্ত করতে হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার কোনও সহযোগিতা করেননি। একটা সময়ে এই সারদা তদন্তে শিলংয়ে রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ফলে বিতর্কিত আইপিএস রাজীব কুমার। পরে তাঁকে অ্যাডমিনিস্ট্রিটিভ সার্ভিসে পাঠান মুখ্যমন্ত্রী। বেশ কয়েক বছর পরে গত ডিসেম্বরে তাঁকে ডিজি পদে ফারনো হয়।
রাজীব কুমার অপসারণের পর রাজ্য পুলিশের ডিজি পদে যে তিনজন আইপিএসের নাম ডিজি হিসেবে উঠে আসছে তাঁরা হলেন রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়। নবান্নকে কমিশনের নির্দেশ, আজ, সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্যকে তিনটি নাম পাঠাতে হবে।সেখান থেকেই একটি নাম বেছে নিতে পারে তাজীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সিনিয়ারিটির ভিত্তিতে এই তিন জনের মধ্যে রণবীর কুমারকেই রাজ্য পুলিশের ডিজি করতে পারে কমিশন। আইপিএস রণবীর কুমার বর্তমানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজি পদে কর্মরত।