/indian-express-bangla/media/media_files/2025/08/17/election-commission-of-india-news-2025-2025-08-17-15-49-30.jpg)
দেশজুড়ে SIR? ১০ সেপ্টেম্বর দিল্লিতে বিরাট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত।
Bengal SIR: দেশজুড়ে SIR? ১০ সেপ্টেম্বর দিল্লিতে বিরাট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত।
সারা দেশে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) চালু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া নিয়ে বিরোধী দল ও সরকারের মধ্যে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চললেও কমিশন এবার সর্বভারতীয় স্তরে ভোটার তালিকা সংশোধনের দিকে এগোচ্ছে। সেই লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, আগামী বছর পশ্চিমবঙ্গ ও কেরলের মতো বড় রাজ্যে নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মূল উদ্দেশ্য একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওইদিন দিল্লির দ্বারকায় অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের (CEO) সঙ্গে সারাদিনব্যাপী বৈঠক হবে। সেখানে SIR কার্যকর করার প্রক্রিয়া, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে।
বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার সন্তোষ কুমার প্রায় আধঘণ্টার একটি প্রেজেন্টেশনে SIR-এর নীতিমালা ব্যাখ্যা করবেন। পাশাপাশি, ইতিমধ্যেই বিহারে যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তা নিয়ে বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তা বিস্তারিত বিবরণ পেশ করবেন। এরপর অন্য রাজ্যগুলির মুখ্য নির্বাচন কর্মকর্তারা তাঁদের রাজ্যে SIR চালু করার সম্ভাবনা, সমস্যাবলি এবং পরামর্শ কমিশনের কাছে তুলে ধরবেন। বৈঠকের শেষে প্রশ্নোত্তর পর্বও থাকবে।
উল্লেখ্য বিহারে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিরোধী দলগুলি তীব্র আপত্তি জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও রাজ্যের বিরোধী নেতা তেজস্বী যাদব ইতিমধ্যেই ভোটাধিকার বঞ্চনার অভিযোগ তুলে ভোট অধিকারের যাত্রা শুরু করেছেন। তবে কমিশন বিরোধীদের অভিযোগ উপেক্ষা করে সারা দেশেই এই প্রক্রিয়া চালু করার দিকে অগ্রসর হচ্ছে। বিশেষত, বিহারের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সেখানে SIR কার্যকর করার পরিকল্পনা রয়েছে।